শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধু ম্যারাথনে অংশ নিতে বিদেশিরা ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনে অংশ নিতে আগত বিদেশি অ্যাথলেটদের পরিচয় তুলে ধরা হয় গতকাল এক সংবাদ সম্মেলনে। এ ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন, মরক্কো, ভারত, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তান থেকে মোট ৩৭ জন বিদেশি দৌড়বিদ অংশ নেবেন। ফুল ম্যারাথনে পুরুষ ও নারী  বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়ন ১৫ হাজার মার্কিন ডলার করে, রানারআপ ১০ হাজার ডলার করে প্রাইজমানি পাবেন। আগামী ১০ জানুয়ারি ফুল ও হাফ দুই ক্যাটাগরির এ ম্যারাথন রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে। ফুল ম্যারাথনের দৈর্ঘ্য হবে ৪২.১৯৫ কিলোমিটার এবং হাফ ম্যারাথনের দৈর্ঘ্য হবে ২১.৩৯৭ কিলোমিটার। সেনাসদর আইটি পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খানসহ অন্য কর্মকর্তারা।

সর্বশেষ খবর