সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সেরা মরক্কোর হিসাম কেনিয়ার অ্যাঞ্জেলা

বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন

ক্রীড়া প্রতিবেদক

সেরা মরক্কোর হিসাম কেনিয়ার অ্যাঞ্জেলা

সূর্যটা তখন মাত্র পূর্বাকাশে আলো ছড়ানো শুরু করেছে। শীতের সকাল। এমন গা হিম করা পরিবেশে বনানী আর্মি স্টেডিয়ামে দেশি-বিদেশি ২০০ জন ম্যারাথনবিদ প্রস্তুত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’-এ অংশ নিতে। সকাল সাড়ে ৬টায় স্টার্টার পয়েন্ট থেকে যখন দৌড়বিদরা যাত্রা শুরু করেন, তখনই ক্রীড়াঙ্গনের নতুন এক অধ্যায়ে পা রাখে বাংলাদেশ। এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে জমকালোভাবে আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এবং বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। হাতিরঝিলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আন্তর্জাতিক ম্যারাথনটি তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। পূর্ণাঙ্গ ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে ২ ঘণ্টা ১০ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়ে মরক্কোর হিসাম লাকুজি ১৫ হাজার মার্কিন ডলার পুরস্কার পান। মহিলা বিভাগে ২ ঘণ্টা ২৯ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন কেনিয়ার অ্যাঞ্জেলা জেম অ্যাসুনদে। পূর্ণাঙ্গ ম্যারাথনে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন ভারতের বাহাদুর সিং এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নেপালের পুস্পা ভান্ডারি। হাফ ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কেনিয়ার এডুইন কিপ্রোপ এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার নাওম জেবেত। দেশিদের মধ্যে প্রথম হয়েছেন মো. ফারদিন মিয়া। ফুল ম্যারাথনের দূরত্ব ছিল ৪২.১৯৫ কিলোমিটার এবং হাফ ম্যারাথনের দূরত্ব ২১.৩৯৫ কিলোমিটার। এলিট ক্যাটাগরির ম্যারাথনে অংশ নেন ১১ পুরুষ, ৬ মহিলা এবং হাফ ম্যারাথনে ৩ জন পুরুষ ও ৩ মহিলা। বঙ্গবন্ধু ম্যারাথনে অংশ নেন ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, লেসেথো, ইউক্রেন, স্পেন এবং মরক্কোর ২৩ দৌড়বিদ এবং মালদ্বীপ, নেপাল ও ভারত থেকে ১২ জনসহ মোট ৩৫ বিদেশি দৌড়বিদ।

সর্বশেষ খবর