সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

একাডেমি টি-২০ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

একাডেমি টি-২০ চ্যাম্পিয়নশিপ

একাডেমি টি-২০ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান

ক্রিকেট ফিরেছে মাঠে। ক্রিকেটাররাও মাঠে ফিরেছেন। লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৪ দল নিয়ে একাডেমি টি-২০ চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবটির সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান । উদ্বোধন করার সময় সাফওয়ান সোবহান বলেন, ‘ছোটবেলায় আমি সবসময় ক্রিকেট খেলতাম। আমি সবসময় বিশ্বাস করি, আমাদের অ্যামেচার ক্রিকেটারদের নিজের প্রমাণের সামর্থ্য রয়েছে। সেজন্যই আমরা একাডেমি কাপের সূচনা করেছি।’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্স আপ দল পাবে ৫০ হাজার টাকা। আগামীকাল টুর্নামেন্ট শুরু হবে এবং ফাইনাল ৮ ফেব্রুয়ারি।

সর্বশেষ খবর