সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

সিডনি টেস্ট

ক্রীড়া ডেস্ক

গতকাল শেষ হয়েছে সিডনি টেস্টের চতুর্থদিন। আজ শেষ দিন। ম্যাচের যে চিত্র, তাতে কোণঠাসা সফরকারী ভারত। জিততে হলে আজ শেষ দিন ভারতকে ৩০৯ রান করতে হবে। আর স্বাগতিকদের চাই ৮ উইকেট। প্রথম ইনিংসে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ৩৩৮ রান করে। জবাবে ভারতের প্রথম ইনিংস থেমেছিল ২৪৪ রানে। ৯৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ ও গ্রীন হাফসেঞ্চুরি করেন। লাবুশেনের ৭৩, স্মিথের ৮১ ও গ্রীনের ৮৪ রানে ভর করে ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া এবং সফরকারীদের টার্গেট ছুড়ে দেয় ৪০৭ রানের। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভম গিল। রোহিত ৫২ রান করেন। গিল করেন ৩১।

আজ শেষ দিন ব্যাট করবেন ৯ রানে অপরাজিত থাকা পুজারা ও ৪ রানে অপরাজিত থাকা রাহানে।   

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস, ৩৩৮ ও দ্বিতীয় ইনিংস, ৩১২/৬, (ডি.) ( লাবুশেন ৭৩, স্মিথ ৮১, গ্রীন ৮৪। অশ্বিন ২/৯৫, শাইনি ২/৫৪, সিরাজ ১/৯০, বুমরাহ ১/৬৮)।

ভারত : প্রথম ইনিংস ২৪৪ ও দ্বিতীয় ইনিংস, ৯৮/২, ৩৪ ওভার (রোহিত ৫২, গিল ৩১। হ্যাজলওড ১/১১, কামিন্স ১/২৫)।

সর্বশেষ খবর