মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘টেস্টেও ফিল্ডিং গুরুত্বপূর্ণ’

ক্রীড়া প্রতিবেদক

‘টেস্টেও ফিল্ডিং গুরুত্বপূর্ণ’

এক সময় ফিল্ডিং ছিল শুধুই খেলার অংশ। কিন্তু ফিল্ডিংই যে, ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে-এখনকার ক্রিকেটে এমন নজির রয়েছে ভূরি-ভূরি। ফিল্ডিংকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন জন্টি রোডস। এখন সব দলই বাড়তি গুরুত্ব দিচ্ছে ফিল্ডিংয়ে। গত এক দশকে বাংলাদেশের ফিল্ডিংও উন্নতি করেছে। ক্রিকেটাররাও বাড়তি পরিশ্রম করেছেন। গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে কথা বলার সময় ফিল্ডিং কোচ রায়ান কুক জানিয়েছেন, তিনি সন্তুষ্ট টাইগার ক্রিকেটারদের ফিল্ডিংয়ে। তবে একই সঙ্গে জানিয়েছেন, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে ফিল্ডিং  যে রকম বাড়তি গুরুত্ব রাখে, টেস্ট ক্রিকেটে এর গুরুত্ব কম নয়।

দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ এখন ঢাকায়। হোটেল সোনারগাঁওয়ের জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ক্যারিবীয় ক্রিকেটাররা। মুমিনুল হক, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ টেস্ট ও ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা অনুশীলন করছেন মিরপুর স্টেডিয়ামে। সেখানে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করে ঘাম ঝরাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। প্রস্তুত হচ্ছেন ২০১২ সালে প্রথম সিরিজটি জয়ে উদযাপন করতে। করোনাভাইরাসের জন্য প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ। গত বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে খেলেছিল। অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল। কিন্তু হয়নি। তবে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ফিরেছেন ক্রিকেটাররাও। ওয়ানডে ও টি-২০ টুর্নামেন্ট খেলে নিজেদের প্রস্তুত করে নিয়েছেন ক্রিকেটাররা। টুর্নামেন্ট দুটিতে ক্রিকেটারদের ফিল্ডিং দেখে সন্তোষ প্রকাশ করেছেন টাইগারদের ফিল্ডিং কোচ কুক, ‘ক্রিকেটাররা বেশ কিছু প্রস্তুতি ম্যাচ পেয়েছে ওয়ানডে এবং টি-২০ টুর্নামেন্টের মধ্যদিয়ে। ৫০ ওভারের টুর্নামেন্টে ক্রিকেটারদের ফিল্ডিং ছিল প্রশংসনীয়। এতে করে আমি মনে করি সবারই সুস্থ, সতেজ এবং প্রস্তুত থাকার কথা।’

ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের মতো টেস্টে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ বলেন টাইগার ফিল্ডিং কোচ, ‘আমার মনে হয় ফিল্ডিংয়ে সাদা বল কিংবা লাল বল, দুই ক্ষেত্রেই পার্থক্য গড়ে দেয়। ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটে এর গুরুত্ব অনেক। তার মানে এই নয়, টেস্টে কম গুরুত্বপূর্ণ নয়। আমি মনে করি খেলার বিবেচনায় এটি সব ধরনের ক্রিকেটে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ।’

সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি মিরপুরে ওয়ানডে দিয়ে। ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডে চট্টগ্রামে। ৩-৭ ফেব্রুয়ারি প্রথম টেস্ট চট্টগ্রামে এবং ১১-১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট মিরপুরে।

সর্বশেষ খবর