মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের পাশে ‘হিসাব’

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার লিগের অপরাপর দলগুলো যখন নিজেদের গুছিয়ে নিয়েছে, তখন মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ভবিষ্যতের শঙ্কায় ভুগছেন। অর্থের অভাবে দেশের অন্যতম সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী দলটি ফুটবলারদের পেমেন্ট দিতে পারছে না, এমনকি ম্যাচ খেলা এবং অনুশীলন করার সুযোগ সুবিধা নিয়েও চিন্তিত, তখন ‘সত্যিকারের বন্ধু’ হয়ে পাশে দাঁড়ায় দলটির জাপানি ফুটবলার কাউসিও কাতো। অন্ধকারের ‘আলোকবর্তিকা’ হিসেবে তিনি দলটিকে মাঠে নামাতে দ্বারে দ্বারে ঘুরেছেন। শেষ উপায় না দেখে দ্বারস্থ হয়েছেন জাপান দূতাবাসের কাছে। সবাই ফিরিয়ে দিলেও জাপান দূতাবাস আশ্বস্ত করেছে তাকে। সেই আশ্বস্ততার ফলস্বরূপ মুক্তিযোদ্ধা গতকাল এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে প্রযুক্তিখাতের প্রতিষ্ঠান ‘হিসাব’-এর সঙ্গে। গতকাল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের উপদেষ্টা আ ক ম মোজাম্মেল হক আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষে চুক্তি করেছেন।

এছাড়া তিনি জার্সি উন্মোচনও করেছেন। চুক্তি হওয়ায় মুক্তিযোদ্ধার ফুটবলাররা এখন পুরোপুরি নির্ভার বলেন দলের অন্যতম সেরা ফুটবলার অনিক, ‘কাতো একজন অসাধারণ মানুষ। খুব ভালো বন্ধু আমাদের। তার কারণেই আমরা আজ নির্ভার। খেলায় মনোনিবেশ করতে পারব।’

মুক্তিযোদ্ধার হয়ে ঢাকার মাঠে প্রথম আলোড়ন ফেলেন মোনেম মুন্না। তার মতো আরও বহু ফুটবলার মাঠ মাতিয়েছেন। সেই ক্লাবটি আর্থিক সমস্যায় যখন হারিয়ে যাচ্ছিল, তখন কাতো ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন। সেখানে তিনি অনুরোধ করেছিলেন, দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে ক্লাবটির পাশে দাঁড়াতে। তার অনুরোধে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান ১০ হাজার মার্কিন ডলার অনুদান দেয়। এবার পাশে দাঁড়িয়েছে হিসাব। ঐতিহ্যবাহী ক্লাবটির পাশে দাঁড়ানোয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন হিসাবকে, ‘ক্লাবটি আগে নিজেদের আয়ে চলত। কিন্তু গত এক বছর ক্যাসিনোসহ নানা অনিয়মের জন্য এর আয় বন্ধ হয়ে গেছে। এ বছর এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে মাঠে নামার বিষয়ে শঙ্কার সৃষ্টি হয়েছিল। এখন সেই অবস্থা থেকে উদ্ধার হয়েছে। হিসাবকে ধন্যবাদ জানাই ক্লাবটির পাশে দাঁড়ানোয়।’ ক্লাবটির পাশে হিসাব দাঁড়ানোয় দারুণ খুশি জাপানি ফুটবলার কাতো, ‘আমি খুব খুশি একটি প্রতিষ্ঠান ক্লাবটির পাশে দাঁড়ানোয়। ফুটবলাররাও খুশি হয়েছে, এটা অনেক বড় প্রাপ্তি।’

‘ফুটবলে এগিয়ে যাও, বাংলাদেশকে এগিয়ে নাও-এই স্লোগানে গতকাল এক বছরের জন্য মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবের টাইটেল স্পনসর হয়েছে ‘হিসাব’। চুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছাড়াও হিসাবের ব্যবস্থাপনা পরিচালক ও  সিইও যুবায়ের আহমেদ, সিইও ফায়াদান ফারাবি, ব্যবস্থাপনা পরিচালক শামীম আরা খানম, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানসহ আরও অনেকেই।

সর্বশেষ খবর