বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

৭২ ঘণ্টা পর্যবেক্ষণে তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

৭২ ঘণ্টা পর্যবেক্ষণে তাসকিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে জোর প্রস্তুতি নিচ্ছেন মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। সিরিজকে সামনে রেখে ক্রিকেটাররা অনুশীলনে নেমেছেন ১০ জানুয়ারি। গত তিন দিন ধরে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করে ঘাম ঝরাচ্ছেন। পরশু বিকালে মিরপুরের সেন্টার উইকেটে বোলিং করার সময় বাঁ হাতের আঙুলে আঘাত পান ডান হাতি পেসার তাসকিন আহমেদ। ব্যথাটি পান তামিমের ড্রাইভে বল ঠেকানোর সময়। বলটি ঠেকালেও আঙুল ফেটে যায়। তিনটি সেলাই লেগেছে তাতে। এজন্য তাকে ৭২ ঘণ্টা বা তিন দিন পর্যবেক্ষণে থাকতে হবে ডান হাতি পেসারকে। করোনাভাইরাসের জন্য অনেকদিন ক্রিকেটের বাইরে থাকলে নিজেকে ফিটনেস ঠিক রেখে ছন্দে ফিরেছেন। তিন দলের বিসিবি প্রেসিডেন্ট কাপ এবং পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপে দারুণ বোলিং করে ফর্মে ফিরেছেন। এবার তার সম্ভাবনা রয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু আঙুলে আঘাত পেয়ে এখন ওয়ানডে সিরিজ অনিশ্চিত হয়ে গেছে।  

সর্বশেষ খবর