বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

লিগ স্থগিতের দাবি

করোনাভাইরাসের ছোবল দিন দিন বেড়েই চলেছে ইউরোপীয় দেশগুলোতে। ইংল্যান্ডে মারাত্মক আকার ধারণ করছে করোনাভাইরাস। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাবগুলো মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ৩৬ জন ফুটবলার ও স্টাফ আক্রান্ত হয়েছে করোনায়। এজন্য লিগ স্থগিতের দাবি উঠেছে। করোনাভাইরাসের জন্য স্থগিত হয়েছে অ্যাস্টন ভিলা-টটেনহ্যাম হটস্পারের খেলা।

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর পর এখন পর্যন্ত  ২০৭ জন আক্রান্ত হয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে লিগ বন্ধের দাবি উঠেছে। যদিও ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ লিগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। গ্রেট ব্রিটেনে আক্রান্ত করোনা রোগীর সংখ্যা প্রায় ৩০ লাখ এবং মৃতের সংখ্যা ৮১ হাজার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর