বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘আমরা ভালো অবস্থায় আছি’

ক্রীড়া প্রতিবেদক

‘আমরা ভালো অবস্থায় আছি’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ২০ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়েই বাংলাদেশ শুরু করবে আইসিসি ওয়ানডে লিগ।

সাকিব, তাইজুল ইসলাম থাকার পরও বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য অনেকটাই নির্ভরশীল ছিল মিরাজের ঘূর্ণির ওপর। ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের অন্যতম নায়ক মিরাজ এখন ছন্দ হারিয়েছেন। তবে ছন্দ ফিরে পেতে চেষ্টার সর্বোচ্চটাই করছেন। প্রাণঘাতী করোনাভাইরাসকে সঙ্গী করেই বাংলাদেশের ক্রিকেট মাঠে ফিরেছে। মাঠে ফিরেছেন মিরাজরা। বিসিবি এরইমধ্যে আয়োজন করেছে দুটি টুর্নামেন্ট। যা খেলে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করেছেন। তবে মিরাজের পারফরম্যান্সের গ্রাফ ছিল মিশ্রিত। এখন তিনি অনুশীলন করছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে। চূড়ান্ত স্কোয়াডে থাকবেন কি না, এখনো নিশ্চিত নয়। তবে আত্মবিশ্বাসী ভালো করার। কারণ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তার ক্যারিয়ারের সাফল্যের অধিকাংশই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট খেলেছেন ২২টি। উইকেট ৯০টি। ক্যারিবীয়দের বিপক্ষে ৪ টেস্টে শিকার ২৫টি। ঘরের মাঠে ২ টেস্টে শিকার ১৫টি। ১০ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেট ১২টি। এমন পরিচিত দলের বিপক্ষে ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী হওয়াই স্বাভাবিক, ‘সাকিব ভাই দলে ফিরেছেন। এক বছর তিনি দলের বাইরে ছিলেন। আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট দীর্ঘদিন খেলা হয়নি। আমি মনে করি, আমরা এখন ভালো অবস্থায় আছি। সামনে যে সিরিজ সেখানে ইনশাআল্লাহ ভালো করব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর