বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশকে ফেবারিট বললেন ক্যারিবীয় কোচ সিমন্স

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। খেলছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। খেলেনি আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু করবে চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশও চ্যাম্পিয়নশিপে খেলবে প্রথমবারের মতো। আবার এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে এখন ঢাকায়।

সিরিজ খেলতে ক্যারিবীয়রা এসেছে মূল একাদশের সেরা ১০ ক্রিকেটারকে রেখে। অপেক্ষাকৃত খর্ব শক্তির দল নিয়ে আসলেও সিরিজ জিততে লড়াইয়ের সর্বোচ্চ ঢেলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ ফিল সিমন্স। তবে ঘরের মাঠ বলে বাংলাদেশকে ফেবারিট বলতে দ্বিধা করেননি, ‘সিরিজে বাংলাদেশ পরিষ্কার ফেভারিট। কারণ তারা দেশের মাটিতে খেলছে এবং দেশে তারা সবসময় ভালো খেলে। এ নিয়ে ভিন্নমতের কারণ নেই।’ ২০ জানুয়ারি ওয়ানডে সিরিজ শুরু। বাকি দুই ম্যাচ ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম টেস্ট ৩-৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় টেস্ট ১১-১৫ ফেব্রুয়ারি। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে স্বাগতিক ভারতসহ ৭ দল সরাসরি সুযোগ পাবে চূড়ান্ত পর্বে।

বাকি ৪টি বাছাইপর্ব খেলে আসতে হবে। বাংলাদেশের সুযোগ রয়েছে সরাসরি খেলার। এজন্যই আইসিসি ওয়ানডে লিগ খেলবে। বিশ্বকাপকে টার্গেট করেই ক্যারিবীয়রা সিরিজটি খেলছে বলেন কোচ সিমন্স, ‘বিশ্বকাপ প্রস্তুতির এটাই শুরু। বিশ্বকাপে কোয়ালিফাই করতে এই সিরিজ দিয়েই শুরু করছি।’ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সবাই নেগেটিভ হয়েছেন কভিড পরীক্ষায়। 

সর্বশেষ খবর