বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ব্রেথওয়েট

ক্রীড়া প্রতিবেদক

দলে নেই জেসন হোল্ডার, কাইরন পোলার্ডসহ ১০ জন প্রতিষ্ঠিত ক্রিকেটার। তারকা ক্রিকেটারদের রেখে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন ঢাকায়। চার দিনের কোয়ারেন্টাইন শেষে ক্যারিবীয় ক্রিকেটাররা আজ দুই ধাপে অনুশীলন করবে মিরপুর একাডেমি মাঠে। সকালে টেস্ট দল এবং বিকালে ওয়ানডে দল। দলে তারকা ক্রিকেটার না থাকলেও আত্মবিশ্বাসের অভাব নেই হোল্ডারের জায়গায় দলকে নেতৃত্ব দিতে আসা ক্রেইগ ব্রেথওয়েটের। অপেক্ষাকৃত দুর্বল শক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়াইটি হবে কঠিন। খুব ভালো করে জানেন ক্যারিবীয়ান অধিনায়ক। কিন্তু ব্রেথওয়েট তার এই দল নিয়ে স্বাগতিক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত, ‘সাকিব ফেরায় ওদের শক্তি বেড়েছে। মুশফিকুর রহিম খুব ভালো ক্রিকেটার। ওরা ভালো দল। সত্যি বলতে, ওদের মূল ক্রিকেটাররা সবাই আছে। দেশে ওরা ভালো খেলে। দলটিতে ভালো কিছু স্পিনার ও ব্যাটসম্যান আছে। ভালো করতে আমাদের পরিকল্পিত ক্রিকেট খেলতে হবে। সেরাটা খেলতে ক্রিকেটাররা যেন নিজেদের ওপর আস্থা রাখেন।’ ওয়ানডে সিরিজ শুরু ২০ জানুয়ারি। সিরিজের বাকি দুই ম্যাচ ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম টেস্ট ৩-৭ ফেব্রুয়ারি ও দ্বিতীয় টেস্ট ১১-১৫ ফেব্রুয়ারি।

সর্বশেষ খবর