শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দুই চ্যাম্পিয়নের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে জায়ান্ট শেখ রাসেল ক্রীড়া চক্র। ফেডারেশন কাপে শুরুটা ভালো হলেও শেষ চারে খেলা হয়নি। চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে বিদায় নেয় জনপ্রিয় দলটি। মিশন এবার পেশাদার লিগ। আজই মাঠে নামছেন আশরাফুল রানারা। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। রাত আটটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবেক দুই চ্যাম্পিয়নের ম্যাচটি শুরু হবে। ফেডারেশন কাপে ব্রাদার্সের পারফরম্যান্স ছিল হতাশাজনক। গোলের বন্যায় ভেসে তিনটি ম্যাচই হেরেছে।

ব্রাদার্স মাঠে নামছে। কিন্তু লিগের গঠনতন্ত্র মানলে তাদের এবার লিগ খেলার সুযোগ থাকে না। নির্ধারিত সময় পার হওয়ার দুদিন পর তারা খেলোয়াড়দের নাম রেজিস্ট্রেশন করে যা পুরোপুরি অবৈধ।

হকিতে ঊষা দলবদল না করায় তাদের প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। অথচ গঠনতন্ত্র ভাঙার পরও ব্রাদার্স ফেডারেশন কাপ খেলছে। লিগেও অংশ নিচ্ছে। প্রশ্ন হচ্ছে তাহলে বাইলজ তৈরি হলো কেন?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর