শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবশেষে জেমি ফিরেছেন

ক্রীড়া প্রতিবেদক

আগস্টেই নতুন চুক্তি করা হয়েছে কোচ জেমি ডের সঙ্গে। নেপালের বিপক্ষে প্রীতিম্যাচ দিয়েই নতুন দায়িত্ব শুরু হয় ইংলিশ এ কোচের। এরপর দোহায় বিশ্বকাপ বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ফুটবল দল মাঠে নামে। কাতারের সামনে দাঁড়াতেই পারেনি। ০-৫ গোলে বিধ্বস্ত হয়। এরপরই কোচের কাজে অসন্তষ্ট প্রকাশ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গত নির্বাহী কমিটির বৈঠকেই তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, এ অবস্থা চলতে দেওয়া যায় না। কোচের কাজ হলো স্বচক্ষে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে দেখে জাতীয় দলের ক্যাম্প ডাকা। অথচ জেমি তা করছেন সুদূর লন্ডনে বসে। কখনো টেলিফোন, কখনো ভিডিওর মাধ্যমে স্কোয়াড ঘোষণা হচ্ছে। এতে যাচাই-বাছাইটা ঠিক হচ্ছে না।

সালাউদ্দিন এটাও বলেন, টুর্নামেন্ট চলাকালে কোচকে মাঠে থাকতে হবে। তিনি তা গুরুত্বই দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে মনে হচ্ছিল চুক্তি বাতিল করে বাফুফে জেমিকে বিদায় জানাবে। না, বিদায় নয়, ইংলিশ এ কোচই থাকছেন দায়িত্বে। গতকাল তিনি ঢাকায় ফিরে এসেছেন। ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচের পর জেমি দলের সঙ্গে ঢাকায় না এসে লন্ডনে চলে যান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর