শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
ওয়ানডে ব্যাটিং

যেখানে গেইলকে ছাপিয়ে তামিম

দুই দলের ওয়ানডে পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তিনজনই বাংলাদেশের

মেজবাহ্-উল-হক

যেখানে গেইলকে ছাপিয়ে তামিম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথে এখনো বেশ পিছিয়েই রয়েছেন টাইগাররা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে বাংলাদেশ। দুই দলের ওয়ানডে পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তিনজনই বাংলাদেশের।

সবার ওপরে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। এ তালিকায় ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল থাকলেও রয়েছেন সবার নিচে। তামিম ২৬ ম্যাচে করেছেন ৯৩৩ রান। উইন্ডিজের সেরা তারকা গেইল ২২ ম্যাচে করেছেন ৬৬১ রান। এ তালিকায় গেইলকে ছাপিয়ে গেছেন ড্যাসিং ওপেনার তামিম।

সেরা পাঁচে থাকা বাংলাদেশের বাকি দুই ব্যাটসম্যান হচ্ছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তবে ক্যারিবীয় তারকা শাই হোপ বাংলাদেশকে সামনে পেলেই যেন অগ্নিমূর্তি ধারণ করেন। বাইশগজে রানের বন্যা বইয়ে দেন। টাইগাদের বিরুদ্ধে মাত্র ১০ ম্যাচ খেলে তিনি করেছেন ৭৫৮ রান। গড়ও সবচেয়ে বেশি তারই- ৯৪.৭৫। সবচেয়ে বেশি তিন সেঞ্চুরিও তার। ২০১৮ সালে ঢাকায় ১৪৬ রানের হার না মানা একটি ইনিংস খেলেছিলেন।

ক্যারিবীয়দের বিরুদ্ধে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিমের সেঞ্চুরি দুটি। মজার বিষয় হচ্ছে, ড্যাসিং ওপেনারের দুটি সেঞ্চুরিই ক্যারিবীয়দের মাটিতে। ২০১৮ সালে তামিমের ক্যারিশম্যাটিক ব্যাটিংয়েই ক্যারিবীয়দের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই সিরিজে তামিম তিন ম্যাচে করেছিলেন ২৮৭ রান। তার গড় ছিল ১৪৩.৫।

ক্রিস গেইল বাংলাদেশের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারেননি। চারটি হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি পেয়েছেন মাত্র একটি। টাইগারদের বিরুদ্ধে গেইলের গড় মাত্র ৩৩.০৫, যা ক্যারিবীয় তারকার ওয়ানডে ক্যারিয়ারের মোট গড়ের চেয়েও কম। ৩০১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে গেইলের গড় ৩৭.৮৩।

ক্যারিবীয়দের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবল ২৬ ম্যাচে করেছেন ৮৮০ রান। কোনো সেঞ্চুরি না থাকলেও হাফ সেঞ্চুরি সাতটি। ক্যারিবীয়দের বিরুদ্ধে মুশফিকের গড় ৪৪.০০।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বেশি সাকিব আল হাসানের- ৫৫.৪৬। বিশ্বসেরা অলরাউন্ডার ২০১৯ বিশ্বকাপে সমারসেটে কারিবীয়দের বিরুদ্ধে অপরাজিত ১২৪ রানের যে ইনিংসটি খেলেছেন তা এখনো ক্রিকেটামোদীদের চোখে ভাসে। তার ক্যারিশম্যাটিক ইনিংসেই সেই ম্যাচে বাংলাদেশকে ৩২২ রানের টার্গেট দিয়েও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া সাতটি হাফ সেঞ্চুরিও আছে সাকিবের।

সর্বশেষ খবর