শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দ্রুততম মানব-মানবী

নৌবাহিনীর ইসমাইল-শিরিন

ক্রীড়া প্রতিবেদক

দ্রুততম মানব-মানবী

অ্যাথলেটিকসে সেরা ইভেন্ট ১০০ মিটার দৌড়। যারা প্রথম হন দেশের দ্রুততম মানব-মানবীর খেতাব পান। হয়ে যান ট্র্যাকের রাজা-রানী। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকে শুরু হয়েছে ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। উদ্বোধনী দিনেই নজর কেড়েছেন মো. ইসমাইল ও শিরিন আক্তার। বাংলাদেশ নৌবাহিনীর এ দুই দৌড়বিদ ১০০ মিটার দৌড়ে সোনা জিতে দ্রুততম মানব ও মানবী হয়েছেন। ইসমাইল ১০.৫৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন। একই দলের রকিবুল হাসান ১০.৬০ সেকেন্ডে জেতেন রূপা। বাংলাদেশ সেনাবাহিনীর হাসান ১০.৭০ সেকেন্ডে তৃতীয় হন।

অন্যদিকে মেয়েদের বিভাগেও দ্রুততম মানবী হয়েছেন নৌবাহিনীর শিরিন আক্তার। তিনি ১১.৮০ সেকেন্ড সময় দিয়ে সোনা জেতেন।

সেনাবাহিনীর শরিফা খাতুন দ্বিতীয় এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কবিতা রায় তৃতীয় হন। ইসমাইল বলেন, ‘অ্যাথলেটিকস দীর্ঘদিন ট্র্যাকে গড়াচ্ছিল না। করোনায় হতাশায় সময় পার করছিলাম। ১০০ মিটারে সোনা জিতে ভাল লাগছে।’ শিরিন বলেন, ‘প্রত্যাশা ছিল সোনা জেতার। এর চেয়ে আনন্দ আর কী হতে পারে।’ প্রথম দিনে দলগতভাবে শীর্ষে রয়েছে সেনাবাহিনী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর