শিরোনাম
শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
ব্রিসবেন টেস্ট

লাবুশেনের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

লাবুশেনের সেঞ্চুরি

চার ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা। চতুর্থ ম্যাচটি তাই অলিখিত ফাইনালেই পরিণত হয়েছে। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। প্রথমদিন অজিঙ্কা রাহানেদের ক্যাচ মিসের সুযোগ নিয়ে বড় সংগ্রহের দিকেই ছুটছে অস্ট্রেলিয়া। দিন শেষে ৮৭ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেছে স্মিথ বাহিনী। দলের পক্ষে সেঞ্চুরি করেছেন মার্নাস লাবুশেন।

দিনটা এককভাবে ভারতীয়দের হতে পারত। প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নার সাজঘরে ফেরেন মোহাম্মদ সিরাজের বলে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে। নবম ওভারে হ্যারিসও উইকেট হারান। এবার ঘাতক শার্দুল ঠাকুর।

 এরপর স্মিথ (৩৬) কিছুক্ষণ উইকেটে থাকলেও পতনের ধারা রুখতে পারেননি। ওয়াশিংটন সুন্দরের বলে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। পরের ওভারেই লাবুশেনের ক্যাচ ফেলেন অধিনায়ক রাহানে। এই অসি ব্যাটসম্যানই ১০৮ রানের ইনিংস খেলেন ২০৪ বলে। ৯টি চার মারেন তিনি। প্রথম দিনটা অস্ট্রেলিয়া নিজেদের করে নেয়। এ ছাড়া অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাথু ওয়েড ৪৫ রান করেন। নটরাজনের বলে শার্দুলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ম্যাথু। ক্যামেরন গ্রিন ২৮ ও টিম পেইন ৩৮ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে দুটি উইকেট শিকার করেন নটরাজন। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর