রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ড্রেসিং রুম ছাড়াই পেশাদার লিগের ভেন্যু!

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে পেশাদার লিগ এবার দূরের ভেন্যুতে হবে না। বাফুফে তাই ঢাকার কাছাকাছি জেলাকে বেছে নিয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়া কুমিল্লা, গাজীপুর ও মুন্সীগঞ্জ স্টেডিয়ামে লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সালাম মুর্শেদীর নেতৃত্ব দেওয়া লিগ কমিটি। কুমিল্লায় গতবারও লিগ হয়েছে। গাজীপুর ও মুন্সীগঞ্জে প্রথমবারের মতো ফুটবলে দেশসেরা আসর বসবে।

নতুন ভেন্যুতে খেলা হবে এটা ফুটবলের জন্য সু-সংবাদ। প্রশ্ন হচ্ছে, ভেন্যুগুলো প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের জন্য উপযোগী কি না? কিছু ক্লাব বলছে ঢাকার বাইরে অবশ্যই আমরা খেলব। কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধা আছে কি না তাও দেখতে হবে। ক্লাবগুলো অভিযোগ তুলেছে দুটি ভেন্যুতে ড্রেসিং রুম নেই। তাদের কথা তা যদি সত্যিই হয় এখানে খেলব কীভাবে? ফুটবলাররা বাস থেকে নেমেই কি খেলা শুরু করে দেবেন? তাদের জার্সি কি পড়তে হবে না? তাছাড়া গিয়েই কি লিগ খেলা সম্ভব? এক দিন আগে কি অনুশীলনের প্রয়োজন নেই? খেলোয়াড়রা রাতে থাকবে সেই মানের ব্যবস্থা আছে? লিগ কমিটির চেয়ারম্যান  সালাম মুর্শেদী বলেন, ‘মানছি সমস্যা কিছু থাকতে পারে। আমরা সব উপযোগী করে তিন ভেন্যুতে লিগ নামাব। আশা করি ক্লাবগুলো আপত্তি তুলবে না।’

সর্বশেষ খবর