শিরোনাম
সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

উচ্ছ্বসিত তিন তরুণ

ক্রীড়া প্রতিবেদক

উচ্ছ্বসিত তিন তরুণ

মাশরাফি-মাহমুদুল্লাহ-মুশফিক-সাকিব-তামিম-বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপা-ব। বহু ম্যাচ জয়ের নায়ক এই পাঁচ ক্রিকেটার আবার নেতৃত্বও দিয়েছেন দেশকে। পঞ্চপা-বের একজন মাশরাফির ক্যারিয়ার প্রায় শেষ। টিম ম্যানেজমেন্ট এবার দলে রাখেনি তাকে। বাকি চার সিনিয়র ক্রিকেটার খেলবেন ২০ জানুয়ারি শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এবারই প্রথম ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিন তরুণ শরীফুল ইসলাম, মেহেদী হাসান ও হাসান মাহমুদ। প্রথমবারের মতো সুযোগ পেয়ে তিন তরুণ উচ্ছ্বসিত ও আনন্দিত। সিনিয়রদের সঙ্গে তাল মিলিয়ে লড়াই করতে প্রস্তুত তিন যুবা।

শরীফুল দীর্ঘকায় বাঁ হাতি পেসার। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য। শরীফুল দারুণ পারফরম্যান্স করেছেন ঘরোয়া দুটি টুর্নামেন্টে। তিন দলের ৫০ ওভারের বিসিবি প্রেসিডেন্ট কাপ ছাড়াও পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। দুরন্ত পারফরম্যান্সের ফলও পেয়েছেন ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে। স্বপ্ন দেখছেন ওয়ানডে অভিষেকের, ‘জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পাওয়ার খবরটি শুনে খুব ভালো লাগছিল। আমার চেষ্টা থাকবে ভালো কিছু করার। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের পর বঙ্গবন্ধু টি-২০ কাপ, প্রেসিডেন্ট কাপে মোটামুটি ভালো খেলেছি। যদি একাদশে সুযোগ পাই, ওই ধরনের পারফরম্যান্স করার চেষ্টা করব। চেষ্টা করব জায়গাটা ধরে রাখার।’

হাসান মাহমুদের বয়স ২১। গড়নে খুব লম্বা নয়। কিন্তু দুরন্ত গতিতে বোলিং করেন। টানা ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেন তিনি। মুস্তাফিজ, তাসকিন, রুবেলরা থাকার পরও এই মুহূর্তে দেশের সবচেয়ে দ্রুতগতির বোলার হাসান। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ ক্রিকেটে অভিষেক। ৪ ওভারে ২৫ রান দিলেও ছিলেন উইকেটশূন্য। এবার প্রথম সুযোগ পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ পেসার থাকার পরও স্বপ্ন দেখছেন অভিষেকের। সুযোগ পেলে নিজেকে উজার করে দিতে প্রস্তুত হাসান, ‘যে ফরম্যাটেই খেলি না কেন, খেলার প্রক্রিয়াটা ঠিক রাখার চেষ্টা করব। সবচেয়ে বেশি চেষ্টা থাকবে নিজেকে প্রমাণের। এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। আমি নিজেকে ফিট রাখতে চেষ্টা করে যাচ্ছি।’

বঙ্গবন্ধু টি-২০ কাপে নিজের দিকে আলো কেড়ে নিয়েছিলেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। দলের প্রয়োজনে বড় বড় ছক্কা মারার পাশাপাশি স্টক বোলিংয়েও পরিপক্ব। বঙ্গবন্ধু কাপে তিনি নতুন বলে নিয়ন্ত্রিত বোলিং করছেন। আবার পুরনো বলেও দারুণভাবে রান আটকাচ্ছেন। শুধু তাই নয়, তার ইয়র্কারগুলো যে কোনো ব্যাটসম্যানেরই নাভিশ্বাস তুলে ছাড়ে। ব্যাটিংয়ে চার-ছক্কা হাঁকাচ্ছেন যখন, তখন। এই দুরন্ত অলরাউন্ডিং পারফরম্যান্সই টিম ম্যানেজমেন্টকে আত্মবিশ্বাসী করেছে তাকে দলে নিতে। টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে নতুন পরিকল্পনা করছে। কারণ, দলের প্রয়োজনে যে কোনো অর্ডারে ব্যাট করতে পারেন মেহেদী। আবার নতুন ও পুরনো বলেও বোলিং করতে অভ্যস্ত। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মেহেদী প্রস্তুত সুযোগের সদ্ব্যবহার করার, ‘পরিশ্রম করে এখানে এসেছি। টি-২০ ম্যাচ খেলেছি জাতীয় দলের হয়ে। এখন সুযোগ পেয়েছি ওয়ানডে দলে। যদি একাদশে সুযোগ পাই, তাহলে চেষ্টা করব ব্যাটিং ও বোলিংয়ে নিজেকে প্রমাণ দেওয়ার।’ মেহেদী চারটি টি-২০ খেলেছেন লাল-সবুজ জার্সি গায়ে চড়িয়ে।

তিন তরুণের সঙ্গে প্রথমবারের মতো অফিশিয়াল ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন তামিম ইকবাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর