সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মোহামেডানের দুরন্ত সূচনা

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ সময় ধরে চেনারূপে দেখা নেই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের। দেশের জনপ্রিয় দলটির ফুটবলে নাজুক অবস্থা চলছে। শিরোপা ও শক্তিশালী দল গড়াটা এখন তাদের কাছে স্বপ্নে পরিণত হয়েছে। এক সময়ে মোহামেডানের সাইড বেঞ্চেও তারকাদের দেখা মিলত। এখন পরিচিত কোনো ফুটবলার নেই। তবু গতবার বাতিল হওয়া লিগে সাদা-কালোদের শুরুটা ভালোই ছিল। বসুন্ধরা কিংস ও শেখ রাসেলকেও পরাজিত করে। সমর্থকরা আশায় ছিলেন প্রিয় দল কিছু একটা করবে। লিগ বাতিল হওয়ায় তা ভেস্তে যায়।

এবারও অচেনা তরুণদের প্রাধান্য দিয়েই মাঠে নেমেছে মোহামেডান। ভরসা বলতে চার বিদেশিই। মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনালও খেলেছিল। টাইব্রেকারে সাইফের কাছে হেরে বিদায় নেয়। গতকাল পেশাদার লিগে  মোহামেডান শুরু করল দারুণভাবে। প্রতিপক্ষ আরামবাগকে তারা দাঁড়াতেই দেয়নি। ৩-০ গোলে জিতে যাত্রা করল তারা। প্রথমার্ধে সোলেমান দিয়েবাতে ও নুরাদের গোলে এগিয়ে যায় সাদাকালোরা। দ্বিতীয়ার্ধে ৩-০ করেন সজীব। আরামবাগের ক্রিস্টোফার পেনাল্টি থেকে গোল করতে পারেননি।

সর্বশেষ খবর