বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

টি স্পোর্টসের নাম ব্যবহার করছে অসাধু মহল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে খেলার জগতে নতুন স্বপ্ন নিয়ে আবির্ভূত হয়েছে টি স্পোর্টস। দেশীয় ও বিদেশি খেলা সরাসরি সম্প্রচার করে এরই মধ্যে অসংখ্য ভক্ত তৈরি করেছে চ্যানেলটি। তবে টি স্পোর্টসের নাম ভাঙিয়ে কিছু অসাধু মানুষ খেলাধুলার অঙ্গনকে কলুষিত করছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে টি স্পোর্টসের নামে বিভিন্ন পেজ ওপেন করে সেখানে টি স্পোর্টসের ভাবমূর্তি ক্ষুণœœ করার চেষ্টা করছে অনেকে। এমন অভিযোগ করে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে টি স্পোর্টস একটি পোস্ট করেছে।

টি স্পোর্টস লিখেছে, দেশের মানুষকে খেলাধুলার আনন্দ  দেওয়া এবং খেলার অঙ্গনে জোয়ার তৈরি করাই টি  স্পোর্টসের লক্ষ্য। আমাদের বিশ্বাস, খেলা এক সুস্থ বিনোদন চর্চার ক্ষেত্র এবং গণমাধ্যমের কাজ সেই চর্চারই বিকাশ করা। সম্প্রতি টি স্পোর্টসের নাম ব্যবহার করে নানা সামাজিক  যোগাযোগ মাধ্যমে বহু পেইজের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে।  সেসব পেইজে নানা কটূক্তি ও ব্যঙ্গাত্মক মন্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিক্রিয়ার প্রচার আমাদের চোখে পড়েছে। অগ্রহণযোগ্য, অনৈতিক এবং অবৈধ সেসব প্রচারের সঙ্গে টি স্পোর্টসের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো  যোগাযোগ, সংযোগ বা, সম্পর্ক নেই।

সর্বশেষ খবর