শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অধিনায়ক তামিমের হাফ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

অধিনায়ক তামিমের হাফ সেঞ্চুরি

ছবি : রোহেত রাজীব

করোনাভাইরাসের ধাক্কা সামলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ঘরের মাঠে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। টাইগাররা নতুন বছর শুরু করেছেন উড়ন্তভাবে। সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন বাঁ হাতি ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। তার নেতৃত্বে ২০২১ সালের প্রথম সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতেছে। ক্যারিবীয়দের দুই ম্যাচে পাত্তাই দেয়নি তামিম বাহিনী। প্রথমটিতে সাকিবের এবং দ্বিতীয়টিতে মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে জয় পায় বাংলাদেশ। ম্যাচ দুটিতে দারুণ ব্যাটিং করেছেন অধিনায়ক তামিম। ক্যারিয়ারে তার হাফ সেঞ্চুরির সংখ্যা ৪৮। অধিনায়ক হিসেবে গতকালই প্রথম হাফ সেঞ্চুরি করেন তিনি। অধিনায়ক তামিমের এটা পঞ্চম ম্যাচ। খেলেন ৫০ রানের নান্দনিক ইনিংস। ২০১৯ সালের বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফর করে বাংলাদেশ। মাশরাফি সফরে যেতে রাজি না হওয়ায় বিসিবি দায়িত্ব তুলে দেয় তামিম ইকবালের হাতে। বিশ্বকাপের পর ওটাই ছিল টাইগারদের প্রথম সিরিজ। অধিনায়ক তামিমেরও অভিষেক সিরিজ ছিল ওটা। গোটা দলের মতোই নাজুক পারফরম্যান্স ছিল তামিমের। তিন ম্যাচ ওয়ানডেতে সিরিজে হোয়াইটওয়াশ হন টাইগাররা। তামিম রান করেছিলেন সাকল্যে ২১। অধিনায়ক তামিমের অভিষেক ইনিংস ছিল শূন্য। পরের ম্যাচে ১৯ এবং তৃতীয়টিতে করেছিলেন ২। ২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেন মাশরাফি। মার্চে তামিমকে অধিনায়ক হিসেবে ঘোষণা দেয় বিসিবি। দ্বিতীয়বারের নেতৃত্ব পাওয়ার পর মাঠে নামতে অপেক্ষায় থাকতে হয়েছে তাকে প্রায় ১০ মাস। অবশেষে অপেক্ষার শেষ হয় ক্যারিবীয়দের বিপক্ষে। প্রথম ম্যাচে ৪৪ রান করে আশা জাগিয়েছিলেন হাফ সেঞ্চুরির। কিন্তু পারেননি। গতকাল অধিনায়ক হিসেবে প্রথম হাফ সেঞ্চুরি করেন। খেলেন ৫০ রানের ইনিংস। ৭৬ বলের ইনিংসটি ছিল ৩ চার ও ১ ছক্কায় সাজানো। ২০৯ ওয়ানডে ক্যারিয়ারে এটা তার ৪৮ নম্বর হাফ সেঞ্চুরি। অধিনায়ক তামিমের প্রথম। অধিনায়ক তামিমের পাঁচ ইনিংসের স্কোর ০, ১৯, ২, ৪৪ ও ৫০।

সর্বশেষ খবর