শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং

ক্রীড়া প্রতিবেদক

মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং

ছন্দ হারিয়ে ফেলেছিলেন মেহেদি হাসান মিরাজ। ওয়ানডে স্কোয়াডে তার জায়গা পাওয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। তবে এখন খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। গতকাল সিরিজ জয়ী ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। দুরন্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন। এটা তার আবার ৪৩ ম্যাচ ক্যারিয়ারের সেরা বোলিংও। মিরপুরে গতকাল তার বোলিং স্পেল ছিল ৯.৪-০-২৫-৪। আগের সেরা বোলিং ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০১৮ সালের ডিসেম্বরে সিলেটে ২৯ রানের খরচে ৪ উইকেট নিয়েছিলেন মিরাজ। প্রথম ওয়ানডেতে ১ উইকেট নিয়েছিলেন। ৭ ওভারে ২৯ রানের খরচে নিয়েছিলেন একমাত্র উইকেটটি। ৪৩ ম্যাচ ক্যারিয়ারে মিরাজের উইকেট সংখ্যা এখন ৪৫টি। বোলিংয়ে পরিপক্ক এ অফ স্পিনার কৃতজ্ঞতা জানিয়েছেন সোহেল ইসলামকে- ‘সোহেল ভাই আমাকে জানিয়েছেন সাফল্য পেতে সঠিক জায়গায় বোলিং করতে। তার নিদের্শনা মেনেই আমি বোলিং করে সাফল্য পেয়েছি।’

সর্বশেষ খবর