সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

গোল মিসে জয় মিস রাসেলের

শেখ রাসেল ১ - ১ মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

গোল মিসে জয় মিস রাসেলের

ছবি : রোহেত রাজীব

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা দুই জয়ের পর পয়েন্ট হারাল শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাইফুল বারী টিটুর দল। এ ড্রয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে শেখ রাসেল। মোহামেডান ৩ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চমে অবস্থান করছে। দিনের আরেক খেলায় চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিংকে। গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন গুইলের্মে।

আগের দুই ম্যাচে শেখ রাসেলের জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ। একটি করে গোল করে দলকে জয় উপহার দিয়েছিলেন। গতকাল তিনি খুব একটা ভালো খেলতে পারেননি। আগের দুই ম্যাচ জিতে মাঠে নামা শেখ রাসেল ক্রীড়া চক্র শুরুতে বেশ চাপে ছিল। মোহামেডান আক্রমণ করছিল ঘন ঘন। তবে কিছুটা সময় যেতেই ঘুরে দাঁড়ান শেখ রাসেলের উগুচুকু, রদ্রিগেজরা। একের পর এক আক্রমণে মোহামেডানের ডিফেন্স লাইনে ফাটল ধরান তারা। অবশ্য ম্যাচের শুরুতে এগিয়ে যায় মোহামেডানই। প্রথমার্ধের শেষ মিনিটে ডি বক্সে হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি দেন রেফারি বিটুরাজ বড়ুয়া। ডি বক্সের বাম পাশ থেকে জাফর ইকবাল ক্রস করলে ডি বক্সের ভিতরে থাকা শেখ রাসেলের ডিফেন্ডার সোহেল রানা হ্যান্ডবল করেন। পেনাল্টি থেকে মাটি গড়ানো শটে গোল করেন সুলেমান দিয়াবাতে।

শেখ রাসেল দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বেশ জোরাল আক্রমণ করে। ম্যাচের ৫৬তম মিনিটে সমতায় ফেরে টিটুর দল। বখতিয়ারের ফ্রি কিকে বল ডি বক্সের জটলার ভিতর এসে বল ড্রপ করলে উগুচুকু হেড করেন। বল ক্লিয়ার করার চেষ্টা করেন মোহামেডানের গোলরক্ষক বিপু। কিন্তু বল পেয়ে হেডে গোল করেন শেখ রাসেলের ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগেজ। শেখ রাসেল ম্যাচটা জয়ের দারুণ এক সুযোগ পেয়েছিল ৮৪তম মিনিটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর