সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পারলেন না রুট

ক্রীড়া ডেস্ক

পারলেন না রুট

নতুন বছর দুর্দান্তভাবে শুরু করেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ২০২১ সাল শুরু করেন ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে। গলে সিরিজের প্রথম টেস্টে ২২৮ রান করেছিলেন। ম্যাচটি জিতেছিল ইংল্যান্ড। প্রথমটি হারলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলি ম্যাথুজের সেঞ্চুরিতে ৩৮১ রান তুলে স্বাগতিকরা। বিপরীতে গতকাল তৃতীয় দিন শেষে ইংল্যান্ড ৯ উইকেটে ৩৩৯ রান তুলে। আজ চতুর্থ দিন। দুই দলই সমানে সমান লড়ছে। কিন্তু দুঃখ রয়ে গেছে ইংলিশ অধিনায়ক জো রুটের। মাত্র ১৪ রানের জন্য টানা দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করতে পারলেন না রুট। দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে যখন ফিরেন ইংলিশ অধিনায়ক, তখন তার নামের পাশে লেখা ১৮৬ রান। আগের টেস্টে খেলেছিলেন ২২৮ রানের নান্দনিক ইনিংস। ৯৯ টেস্ট ক্যারিয়ারে ১৯ নম্বর সেঞ্চুরিটি করতে রুট বল খরচ করেন ৩০৯টি। যাতে ছিল ১৮টি বাউন্ডারি। রুটের হতাশার দিনে আলো ছড়িয়েছেন বাঁ হাতি স্পিনার ল্যাসিথ এম্বুলদেনিয়া। ৯ টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিং করে এই টেস্টে। ৪১ ওভারে ১৩২ রানের খরচে নেন ৭ উইকেট। আগের সেরা ছিল ৬৬ রানে ৫ উইকেট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর