মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নারী ফুটবলারদের অন্যরকম দিন

ক্রীড়া প্রতিবেদক

মতিঝিল বাফুফে ভবনে নারী ফুটবলারদের ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তা ও যত্ন সহকারে রাখা হয়েছে তা কারোর অজানা নয়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই মাঝে মধ্যে খাবারের তদারকি করছেন। বর্তমানে ৫০ জন নারী ফুটবলার ক্যাম্পে অবস্থান করছেন। অধিকাংশই গ্রাম থেকে আসা দরিদ্র ঘরের সন্তান। মেয়েরা খেলছেন অথচ তাদের অভিভাবকরা জানতেন না কি অবস্থায় তাদের সন্তানরা ঢাকায় অবস্থান করছেন। বাফুফে সভাপতি তাই তাদের বাবা-মাকে ডেকে এনে সবকিছু দেখিয়েছেন। অভিভাবকদের কাছে পেয়ে আনন্দিত ফুটবলাররা। সালাউদ্দিন অভিভাবকদের কাছে জানতে চান তারা কোনো সমস্যা দেখছেন কিনা কিংবা কোনো অভিযোগ রয়েছে কিনা?  পরিবেশ দেখে সবাই সন্তুষ্ট প্রকাশ করেছেন। সালাউদ্দিনকে ধন্যবাদও জানান।

এমন মিলনমেলায় অনেক অভিভাবক আবেগ আপ্লুত হয়ে পড়েন। সালাউদ্দিন বলেছেন দেশের ফুটবলের জন্য আরও ৪/৫ বছর মেয়েদের এভাবে রাখতে চান। সব কিছুর দায়িত্ব বাফুফে নেবে। এরপরও কারও আপত্তি আছে কিনা তা জানতে চান। সবাই সম্মতি দিয়ে বলেন, দেশের জন্য তাদের মেয়েদের রাখতে পারেন। ছবি তোলা, মিষ্টি বিতরণ এমন আনন্দঘন পরিবেশে আঁখিরা মুগ্ধ। সালাউদ্দিন কথাও দিয়েছেন মাঝে মধ্যে বাপ-মাকে ডাকা হবে। এতে করে খেলার প্রতি উৎসাহও বাড়বে ফুটবলারদের। 

সর্বশেষ খবর