বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে চমক মিরাজ-মুস্তাফিজের

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এখনো শীর্ষেই রয়েছেন সাকিব। ৪২০ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে চমক মিরাজ-মুস্তাফিজের

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের দুই বোলার মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। দুই টাইগার বোলারই জায়গা করে নিয়েছেন সেরা দশে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ৭ উইকেট নিয়েছে ৯ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে এখন চারে উঠে এসেছেন মিরাজ।

মুস্তাফিজ এগিয়েছেন ১১ ধাপ। ২.৯৫ ইকোনমি রেটে ৬ উইকেট নিয়ে কাটার মাস্টার এখন আটে। বোলিংয়ে দারুণ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। ১৫ ধাপ এগিয়ে তিনি এখন ১৩ নম্বরে।

মিরাজ-মুস্তাফিজের দাপুটে বোলিং এবং সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সেই ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজ শেষে পুরস্কারও যেন হাতেনাতেই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এখনো শীর্ষেই রয়েছেন সাকিব। বরং অবস্থান আরও দৃঢ় করেছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের রেটিং ৪২০। দ্বিতীয় স্থানে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী তার ধারে কাছেও নেই। তার রেটিং ২৯৪। ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস ২৮১ পয়েন্ট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। এছাড়া ২৭৬ রেটিং নিয়ে আরেক ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস রয়েছেন চারে। পাঁচে থাকা পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের রেটিং ২৭১।

ব্যাটিংয়ে এক ধাপ পিছিয়ে গেছেন তামিম ইকবাল। ২১তম থেকে বাংলাদেশের অধিনায়ক এখন ২২তম। এক ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসানও। তবে আগের মতোই ১৫তম স্থানে রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। উন্নতি হয়ে লিটন দাসের। এখন ৪২তম স্থানে বাংলাদেশের অধিনায়ক। শেষ ম্যাচে ঝড়ো হাফ সেঞ্চুরি ৫ ধাপ এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ৪৯তম স্থানে।

সর্বশেষ খবর