শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অপরাজিত শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

অপরাজিত শেখ রাসেল

শেখ রাসেল ক্রীড়া চক্র দুর্দান্ত ফুটবল খেলছে চলতি মৌসুমে। লিগের শুরু থেকেই একের পর এক ম্যাচ জয় করছে তারা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল। টানা চার ম্যাচ অপরাজিত থাকল সাইফুল বারী টিটুর দল। ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারানোর পর নিজেদের তৃতীয় ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে ড্র করেছিল তারা। লিগ শিরোপা জয়ের জন্য কঠিন লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

গতকাল ম্যাচের শুরু থেকে আক্রমণে গেলেও গোলের দেখা পেতে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় শেখ রাসেলকে। প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে দেন দলের ব্রাজিলিয়ান ফুটবলার জিয়ানকার্লো লোপেজ রদ্রিগেজ। ৪৩ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি। তাজিকিস্তানের ডিফেন্ডার আসররভের ফ্রি কিকে রদ্রিগেজের হেডে পরাস্ত হন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক মোহাম্মদ নাঈম। লিগে এই নিয়ে তিনটি গোল করলেন রদ্রিগেজ। ৫ গোল করে সবার ওপরে আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গাম্বিয়ান ফুটবলার ওমর জোবে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল শেখ রাসেল। ৫৩ মিনিটে খালেকুজ্জামানের বাড়ানো বল ধরে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মোনেকের শট ফিরে আসে ক্রসবার লেগে। ম্যাচের বাকি সময় বেশ কিছু আক্রমণ হলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি।

টানা দুই জয়ের পর লিগে ফের পরাজিত হলো চট্টগ্রাম আবাহনী। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে হেরে লিগ শুরু করেছিল মারুফুল হকের শিষ্যরা। পরের দুই ম্যাচে তারা যথাক্রমে আরামবাগ ক্রীড়া সংঘ ও সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে জয় পায়।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে শেখ রাসেলের পয়েন্ট ১০। লিগে তিন নম্বরে অবস্থান করছে তারা। চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ চার ম্যাচে ৬ পয়েন্ট। লিগে ৬ নম্বরে অবস্থান করছে বন্দরনগরীর দলটি। চার ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

এদিকে গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করেছে মোহামেডান ও আবাহনী। দুই দুবার এগিয়ে গিয়েও জয় পায়নি আবাহনী। মোহামেডানের পক্ষে গোল দুটি করেন সুলেমান দিয়াবাতে। অন্যদিকে আবাহনীর গোল দুটি করেন ফ্রান্সিসকো তোরেস ও জুয়েল রানা। গতকাল জয় পেয়েছে সাইফ স্পোর্টিংও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। বিজয়ী দল সাইফের পক্ষে গোল দুটি করেন এমানুয়েল ও রাখমাতুল্লায়েভ। মুক্তিযোদ্ধার পক্ষে গোলটি করেন আকবরালি। এ জয়ে সাইফ স্পোর্টিং ৭ পয়েন্ট নিয়ে লিগের পঞ্চমে অবস্থান করছে। মুক্তিযোদ্ধা ৩ পয়েন্ট নিয়ে অষ্টমে অবস্থান করছে। প্রিমিয়ার লিগ ফুটবলে চতুর্থ রাউন্ডের খেলা শেষ হলো গতকাল। পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে রবিবার থেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর