শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

গ্রানাইট স্ল্যাবে টাইগারদের ব্যাটিং অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক

গ্রানাইট স্ল্যাবে টাইগারদের ব্যাটিং অনুশীলন

এক ফ্রেমে তিন স্পিনার- নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ

ক্যারিবীয় পেসারদের গতি ও বাউন্সের বিপক্ষে সাবলীল ব্যাটিং করার জন্য এক সময় উপমহাদেশের দলগুলো সিমেন্ট উইকেটে ভেজা টেনিস বলে ব্যাটিং অনুশীলন করতেন। সেটা আবার হতো ১৫ কিংবা ১৮ গজের। এতে সাফল্যও পেত ব্যাটসম্যানরা। বাংলাদেশের ব্যাটিং কোচ জন লুইস ৩ ফেব্রুয়ারির টেস্টকে সামনে রেখে মুমিনুল, মুশফিক, তামিমদের গতকাল চট্টগ্রামে ভিন্নœভাবে অনুশীলন করিয়েছেন। কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, আলঝারি জোসেফদের গতির বিপক্ষে সাবলীল ব্যাটিং করার জন্য গতকাল টাইগার ব্যাটসম্যানদের গ্রানাইট স্ল্যাবে ব্যাটিং করিয়েছেন। অনুশীলনে ব্যাটসম্যানরা ব্যাক ফুটেও ব্যাট করেছেন। ৩-৭ ফেব্রুয়ারি প্রথম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এম এ আজিজ স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে তিনদিনের প্রস্তুতি ম্যাচ।  

সর্বশেষ খবর