সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রস্তুতি ম্যাচে কেউ জেতেনি

ক্রীড়া প্রতিবেদক

প্রস্তুতি ম্যাচে কেউ জেতেনি

তিন দিনে চার ইনিংসের ফল পাওয়া কঠিন। এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের তিনদিনের প্রস্তুতি ম্যাচের ফলও হলো তাই। ড্রয়ে শেষ হয়েছে। তবে ম্যাচটিতে ক্যারিবীয় দল পুরোপুরি ব্যাটিং অনুশীলন সেরে নিয়েছে। বোলিংটাও কম করেনি। প্রথম ইনিংসে ২৫৭ রান করে ক্যারিবীয়রা। স্বাগতিকদের পক্ষে ৫ উইকেট নেন লেগ স্পিনার রিশাদ। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাকে বেশ ভালোভবেই সামলে নিয়েছে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। অবশ্য দুই পেসার সৈয়দ খালেদ ও মুকিদুল দুরন্ত বোলিং করেছেন। দুজনের আগ্রাসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ২৯১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৩৮৯ রানের টার্গেটে খেলতে নেমে বিসিবি একাদশ দিনশেষ করেছে ২ উইকেটে ৬৪ রান তুলে। এই ইনিংসে আবার রাহকিম কর্ণওয়াল বোলিং করেননি। প্রথম ইনিংসে ক্যারিবীয়রা ২৫৭ রান করেছিল। জবাবে প্রথম ইনিংসে ১৬০ রানে গুটিয়ে গিয়েছিল বিসিবি একাদশ। ৩৮৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামলে সাজঘরে ফিরেন সাইফ হাসান ও নাঈম শেখ। তবে প্রথম টেস্টে নামার আগে উইকেটের সঙ্গে মানিয়ে নেন সাদমান। সঙ্গে ইয়াসিরও ভালো ব্যাটিং করেন। সাদমান অপরাজিত থাকেন ৮১ বলে ২৩ রানে এবং ইয়াসির অপরাজিত থাকেন ৫৬ বলে ৩৩ রানে।

সংক্ষিপ্ত স্কোর

 

ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস, ২৫৭ ও দ্বিতীয় ইনিংস, ২৯১/১০, ৮৯.২ ওভার( বোনার ৮০, জশুয়া ৪৬। খালেদ ৩/৪২, মুকিদুল ৪/৫৯, সাইফ ২/৪৫, হৃদয় ১/২১)।

বিসিবি একাদশ : প্রথম ইনিংস, ১৬০ ও দ্বিতীয় ইনিংস, ৬৩/২, ২৯ ওভার (সাদমান ২৩*, সাইফ ৭, নাঈম ০, ইয়াসির ৩৩*। রেইফার ২/৭)।

সর্বশেষ খবর