বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
সর্বোচ্চ গোলদাতা

সেরা পাঁচে বিদেশিদের দাপট

ক্রীড়া প্রতিবেদক

সেরা পাঁচে বিদেশিদের দাপট

পেশাদার ফুটবল লিগ শুরু হয়েছে ২০০৭-২০০৮ মৌসুমে। বিস্ময় হলেও সত্যি যে, এগারো আসরে এনামুল হক ছাড়া স্থানীয় কোনো খেলোয়াড় সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি। ২০০৯-২০১০ মৌসুমে তিনি ঢাকা আবাহনীর পক্ষে সর্বোচ্চ ২১টি গোল করেন। এরপর শুধু বিদেশিদেরই দেখা। শেখ জামালের ওয়েডসন ২০১৩-১৫ মৌসুমে সালাম মুর্শেদীর সর্বোচ্চ ২৭ গোলের রেকর্ড প্রায় ভেঙেই ফেলেছিলেন। শেষ পর্যন্ত ২৬ গোলে থেমে যান।

এবারও যে অবস্থা তাতে বিদেশিদেরই সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্ভাবনা বেশি। লিগ শেষ হতে বহুদূর। তবুও এখনই সেরা পাঁচে গোলদাতার তালিকায় বিদেশিরাই আছেন। বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো ৫, শেখ জামালের গাম্বিয়ার ওমর জোবে ৫, চট্টগ্রাম আবাহানীর নিক্সন ৪, ঢাকা মোহামেডানের সুলেমান দিয়াবাতে ৪, কিংসের রাউল বেসেরা ও শেখ জামালের সোলেমন কিংয়ের ৩ গোল। স্থানীয়রা গোল না পাওয়ায় জাতীয় দলের কোচ জেমি ডে ক্ষুব্ধ। বিশেষ করে লিগে জাতীয় দলের ফুটবলারদের পারফরম্যান্সে হতাশ। সে জন্য তিনি নাকি তরুণদের দিকেই জোর দিচ্ছেন। কোচ শফিকুল ইসলাম মানিক ও সাইফুল বারী টিটু বলেন, পাঁচটি করে ম্যাচ গেছে এখনই স্থানীয়দের নিয়ে হতাশার কিছু নেই। ক্লাবগুলো বিদেশিদের পেছনে বড় অঙ্ক ব্যয় করে। এখন তারা যদি গোল না পান তখনও তাদের মান নিয়ে প্রশ্ন উঠবে। মনে রাখতে হবে ইউরোপিয়ান লিগেও স্থানীয়দের পারফরম্যান্স চোখে পড়ে না। এ নিয়ে হতাশার কিছু দেখছি না।

সর্বশেষ খবর