বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
জুভেন্টাসের জয়

রোনালদোর জোড়া গোল

ক্রীড়া ডেস্ক

রোনালদোর জোড়া গোল

ফুটবল বিশ্বের সর্বোচ্চ গোলদাতা কে? ক্রিস্টিয়ানো রোনালদো না জোশেফ বাইকান! এ নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে। কোপা ইতালিয়ান সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলের জয়ী ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। পরের ম্যাচে জুভেন্টাসের মাঠে ৯ ফেব্রুয়ারি। জোড়া গোলের পর অভিনন্দন জানিয়েছে রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। এতেই করেই বিতর্কটা আবার উস্কে দিয়েছে। ইন্টারের বিপক্ষে গোল দুটির পর সি আর সেভেনের গোলসংখ্যা ৭৬৩টি। কিন্তু পরিসংখ্যান বলছে ৭৭৭টি। বাইকানের গোল ৮০৫টি। তাহলে প্রশ্ন উঠছে, ফুটবলের সর্বোচ্চ স্কোরার কে? এমন বিতর্ক যখন, তখন জুভেন্টসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ক্যারিয়ারের ১১০০ নম্বর ম্যাচ খেলে ফেলেছেন। রোনালদো ও মেসি যখন একের পর এক গোল করছে, তখনই নড়েচড়ে বসে বাইকান ও পেলের সমর্থকরা। তারা বলাবলি করতে থাকে, বাইকান ও পেলের গোলসংখ্যা আরও বেশি। অনেক চুলচেড়া বিশ্লেষণের পর বর্তমান পরিসংখ্যান বলছে, বাইকান ও পেলের গোল ৭৬২টি। পরশু রাতে জোড়া গোলের পর রোনালদোর গোল এখন ৭৬৩টি। তাহলে পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনালদোই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। চেক রিপাবলিক ফুটবল ফেডারেশনের দাবি বাইকানের গোল সংখ্যা ৫৩০ ম্যাচে ৮০৫টি। রোনালদোর ১০৭৫ ম্যাচে ৭৭৭টি। তিনে থাকা রোমারিওর গোল ৯৯৪ ম্যাচে ৭৭২টি। পেলের গোল ৮৩৪ ম্যাচে ৭৬৭টি।        

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর