শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

যেতে হবে অনেক দূর : ব্রাথওয়েট

ক্রীড়া প্রতিবেদক

যেতে হবে অনেক দূর : ব্রাথওয়েট

প্রথম দিন শেষে বেশ আত্মবিশ্বাসী ছিলেন ক্যারিবীয়রা। বাংলাদেশ ৩০০ নিচেই আটকাতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি এবং সাকিব আল হাসানের ফিফটিতে ৪৩০ রানের বড় স্কোর করে স্বাগতিকরা। আবার ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে। দিন শেষে আর কোনো উইকেট হারায়নি। এখনো টাইগারদের চেয়ে ৩৫৫ রানে পিছিয়ে।

তৃতীয় দিনে উইকেটে স্পিন ধরবে। বলও টার্ন করতে পারে। তাই চট্টগ্রাম টেস্টে অনেকটা ব্যাকফুটে চলে গেছে ক্যারিবীয়রা। অধিনায়ক ব্রাথওয়েট দারুণ ব্যাটিং করছেন। তিনি অপরাজিত রয়েছেন ৪৯ রানে। গতকাল মিডিয়াকে ব্রাথওয়েট বলেন, ‘আমি ব্যাটিং বেশ উপভোগ করছি। তবে আমাদের যেতে হবে অনেক দূর। আগামীকালের (আজ) দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তবে বাংলাদেশ ৪৩০ রান করার পরও আত্মবিশ্বাস হারাচ্ছেন না ক্যারিবীয় দলপতি। তিনি মনে করেন, বুদ্ধিমত্তা দিয়ে ব্যাট করতে পারলে স্বাগতিকদের স্কোরকে অতিক্রম করা সম্ভব। ব্রাথওয়েটের দাবি, ‘এই উইকেট ব্যাট করার জন্য খুবই চমৎকার।’

গতকাল দিনের শুরুটা ভালোই ছিল ক্যারিবীয়দের। সকালের সেশনের শুরুতেই লিটন দাসকে ড্রেসিংরুমে পাঠিয়ে দেন। নিজেদের বোলিং পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘বল পেসও হচ্ছিল না আর খুব একটা লোও হচ্ছিল না। টার্নও ছিল না। তবে একথা বলতেই হবে, বাংলাদেশ খুবই চমৎকার ব্যাটিং করেছে।’ নিজেদের ব্যাটিং পরিকল্পনা নিয়ে বলেন, ‘প্রথম টার্গেট অবশ্যই বাংলাদেশের ইনিংস পার করা। দীর্ঘ সময় ধরে ব্যাট করতে হবে। এর বাইরে আর কোনো পরিকল্পনা নেই। আমার বিশ্বাস, আমরা বাংলাদেশের স্কোর পার করব। তবে এটাও ঠিক, কালকের দিনটা আমাদের জন্য মোটেও সহজ হবে না। অনেক কষ্ট করতে হবে।’

সর্বশেষ খবর