শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

উড়ছে কিংস ছুটছে শেখ রাসেল শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগে কে  চ্যাম্পিয়ন হবে এখনই বলা মুশকিল। তবে আভাস পাওয়া যাচ্ছে কটি দলের মধ্যে শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকবে। বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ও শেখ জামাল ধানমন্ডির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কিংস পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে। ঢাকা আবাহনী সেভাবে এগুতে পারছে না। ২ ড্রয়ে এখনই মূল্যবান ৪ পয়েন্ট নষ্ট করেছে। শেখ রাসেল অপরাজিত থাকলেও ২ পয়েন্ট নষ্ট করছে। অন্যদিকে ততটা শক্তিশালী না হলেও শেখ জামাল দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছে। চার ম্যাচে চারটিতেই তাদের জয়। সর্বোচ্চ গোলে এখন পর্যন্ত জয়ের রেকর্ড তাদেরই। বিশেষ করে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও জামালের জয়টি আলোড়ন তুলেছে।

৪ বা ২ পয়েন্ট হারানোটা খুব যে করুণ অবস্থা তাও বলা যাবে না। লিগের মাত্র প্রথম লেগ চলছে। পাঁচটি করে ম্যাচ হয়েছে। সুতরাং সামনে অনেক নাটকীয়তার কিছু ঘটবে। ফেবারিটরা এখনো একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়নি। এটা ঠিক বসুন্ধরা ও জামাল জিতেই চলেছে। আবার এটাও বলতে হয় এখন পর্যন্ত তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়নি। একটি প্লাস পয়েন্ট অবশ্যই আছে তা হলো বড় লড়াইয়ের আগেই ঢাকা আবাহনী ও শেখ রাসেল হোঁচট খেয়েছে। টেবিলের বর্তমান অবস্থান বদলও হতে পারে। শীর্ষে কিংস, তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শেখ জামাল ও শেখ রাসেল।

 

শীর্ষ চার দল

     দল                    ম্যাচ   জয়   ড্র   হার গোল           পয়েন্ট

বসুন্ধরা কিংস    ০৫     ০৫ ০০    ০০ ১২/২   ১৫

শেখ রাসেল        ০৫     ০৪ ০১     ০০ ৬/২                   ১৩

শেখ জামাল       ০৪     ০৪  ০০    ০০ ১৩/৪  ১২

ঢা. আবাহনী       ০৫    ০৩  ০২    ০০   ৭/৩  ১১

 

সর্বশেষ খবর