শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্পিন উৎসব চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক

স্পিন উৎসব চট্টগ্রামে
‘‘প্রথম সেশনে খারাপ করার পর আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করি। লক্ষ্য ছিল এক জায়গায় বল ফেলতে হবে। ওরা নিশ্চয়ই ঝুঁকি নিয়ে শট খেলতে চাইবে। এ পরিকল্পনাতেই কাজ হয়েছে।

মাঠে নামার আগেই গতকাল দুঃসংবাদ পায় বাংলাদেশ দল, সেরা বোলার সাকিব আল হাসান মাঠে নামছেন না। বিশ্বসেরা অলরাউন্ডারের স্ক্যান রিপোর্ট ভালো নয়। হয়তো এ টেস্টে আর বোলিংই করতে পারবেন না। কিন্তু দিনের প্রথম বলে উইকেট নিয়ে দলের মনোবল চাঙ্গা করেন তাইজুল ইসলাম। তারপর আবারও ঝিমিয়ে পড়ে বোলিং। স্পিনে এলোমেলো বাংলাদেশ।

অবশ্য শেষ পর্যন্ত সেই স্পিনারদের ক্যারিশমাতেই চট্টগ্রাম টেস্টে চালকের আসনে টাইগাররা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ২১৮ রান। প্রথম ইনিংসে ৪৩০ রানের পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান করেছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করেছে ২৫৯ রান। চট্টগ্রামে কাল শেষের দিকে দিকভ্রান্ত হয়ে পড়ে সফরকারীরা। মাত্র ৬ রানের মধ্যে ৫ উইকেট হারায়। ১৯৮৩ সালের পর প্রথমবারের মতো এমন বাজে অবস্থার সম্মুখীন হলো ক্যারিবীয়রা।

আগের দিন ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরির পর গতকাল বল হাতেও ক্যারিশমা দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এ স্পিনার একাই নিয়েছেন ৪ উইকেট। গতকাল ক্যারিবীয়দের ইনিংসে পতন ঘটা ৮ উইকেটের সবকটি নিয়েছেন তিন স্পিনার মিলে। মিরাজ ছাড়াও তাইজুল ইসলাম ও নাঈম হাসান দুটি করে উইকেট নিয়েছেন।

গতকাল শেষ মুহূর্তের এক ঝলক ছাড়া বোলিং করে মনে ভরেনি তাইজুলের। মিডিয়ার সামনে এ স্পিনার সে কথা স্বীকার করেছেন অকপটে। তাইজুল বলেন, ‘প্রথম সেশনটা আমাদের স্পিনারদের জন্য খারাপই গেছে। ভালো করতে পারলে দিন শেষে ফলাফল আরও ভালো হতে পারত। আমরা দীর্ঘদিন টেস্ট খেলি না। হয়তো সে কারণেই ধারাবাহিকভাবে এক জায়গায় বল ফেলতে পারিনি। অনভ্যস্ততার কারণেই এমন হতে পারে।’

সাকিবের না থাকাটাই ছিল বাংলাদেশের জন্য বড় ধাক্কা। কারণ, বিশ্বসেরা অলরাউন্ডারকে কেন্দ্র করেই বাংলাদেশ অ্যাটাক সাজিয়েছিল। কিন্তু এখন ভরসা মিরাজ-তাইজুল-নাঈম। শেষ দিকে ক্যারিবীয়দের ইনিংসে ধস নামিয়ে স্পিনত্রয়ী দেখিয়েও দিয়েছেন তাদের সামর্থ্য। রীতিমতো উৎসব করেছেন স্পিনাররা।

প্রথম সেশনে হতাশার পর কী এমন জাদুমন্ত্রে পাল্টে গেলেন স্পিনাররা? সে রহস্য জানালেন তাইজুল, ‘প্রথম সেশনে খারাপ করার পর আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করি। লক্ষ্য ছিল এক জায়গায় বল ফেলতে হবে। ওরা নিশ্চয়ই ঝুঁকি নিয়ে শট খেলতে চাইবে। এ পরিকল্পনাতেই কাজ হয়েছে। আসলে টেস্ট ক্রিকেটটা এমনই, অনেক সময় দেখা যায় উইকেট পড়ছে না তো পড়ছেই না। কিন্তু যখন একটা উইকেট পড়ে যাবে তখন পর পর আরও পরে যাবে। সে ঘটনাই ঘটেছে।’

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র ৩৩ রানেই তিন উইকেট পড়ে যায়। এরপর অধিনায়ক মুমিনুল হক ও অভিজ্ঞ মুশফিকুর রহিম মিলে দিনটি পার করেন। এখন টাইগারদের লিড ২১৮। তাইজুলের বিশ্বাস, বাংলাদেশ খুবই ভালো অবস্থায় আছে। ‘এই উইকেটে ২৫০ রান অনেক ভালো টার্গেট। আমাদের লক্ষ্য আছে অন্তত ৩০০ বা সাড়ে ৩০০ টার্গেট দেওয়ার। যদিও চতুর্থ দিনে ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ এখানে স্পিনাররা আরও বেশি সুবিধা পাবেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর