শিরোনাম
রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

যেখানে রুটই প্রথম

ডাবল সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

যেখানে রুটই প্রথম

শততম টেস্টে সেঞ্চুরি করে আগের দিন রেকর্ড গড়েছেন জো রুট। গতকাল ডাবল সেঞ্চুরি করে সেই রেকর্ডবুকে যুক্ত করেছেন নতুন আরেকটি অধ্যায়।

জো রুটই একমাত্র ক্রিকেটার যিনি টেস্টের ইতিহাসে ক্যারিয়ারের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। পরশু তিনি ১৪৪ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে নবম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। গতকাল সেটাকে রূপ দেন ডাবল সেঞ্চুরিতে। শাহবাজ নাদিমের বলে সাজঘরে ফেরার আগে নামের পাশে লেখেন ২১৮ রানের নান্দনিক এক ইনিংস। যা তার ক্যারিয়ারের ৬ নম্বর ডাবল সেঞ্চুরি এবং গত তিন ম্যাচে দ্বিতীয়। শততম টেস্টে এর আগে সর্বোচ্চ রানের স্কোর ছিল পাকিস্তানের ইনজামাম উল হকের, ১৮৪।     

রুট ভারতে খেলতে আসেন দুর্দান্ত ফর্ম নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে গলে টানা দুই টেস্টে ২২৮ ও ১৮৬ রানের ইনিংস খেলে পা রাখেন ভারতের মাটিতে। চেন্নাইয়ে ডাবল সেঞ্চুরি করে অনন্য উচ্চতায় ঠাঁই দেন নিজেকে। ২১৮ রানের ইনিংসটি ৩৭৭ বলে ১৯ চার ও ২ ছক্কায়। প্রথম দিন অপরাজিত ছিলেন ১২৮ রানে। গতকাল সেটাকে পূর্ণতা দেন ২১৮ রানে। ক্যারিয়ারের ২০ নম্বর সেঞ্চুরি তুলে নেওয়ার সময় তিনি হাফসেঞ্চুরি করেন ১১০ বলে। সেঞ্চুরি ১৬৪ বলে, ১৫০ রান ২৬০ বলে এবং ২০০ রান করেন ৩৪১ বলে। ডাবল সেঞ্চুরির মার্কস স্পর্শ করেন রবীচন্দন অশ্বিনকে ছক্কা মেরে। ক্যারিয়ারের শততম টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করে সবার চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ২০০৬ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ ও ১৪৩* রানের ইনিংস খেলেছিলেন। প্রথম ক্রিকেটার হিসেবে ১৯৬৮ সালে ইংল্যান্ডের কলিন কাউড্রে শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এরপর পালাক্রমে শততম টেস্টে সেঞ্চুরি করেন জাভেদ মিয়াঁদাদ. গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম-উল-হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা।       

 

শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার

ক্রিকেটার                     রান                  দল                               প্রতিপক্ষ                      সাল     

কলিন কাউড্রে              ১০৪                 ইংল্যান্ড                        অস্ট্রেলিয়া                    ১৯৬৮

জাভেদ মিয়াঁদাদ          ১৪৫                 পাকিস্তান                         ভারত                           ১৯৮৯

গর্ডন গ্রিনিজ                ১৪৯                 ওয়েস্ট ইন্ডিজ                 ইংল্যান্ড                          ১৯৯০

অ্যালেক স্টুয়ার্ট           ১০৫                 ইংল্যান্ড                        ওয়েস্ট ইন্ডিজ                      ২০০০

ইনজামাম-উল-হক       ১৮৪                 পাকিস্তান                       ভারত                                ২০০৫

রিকি পন্টিং                  ১২০                 অস্ট্রেলিয়া                    দক্ষিণ আফ্রিকা                        ২০০৬

রিকি পন্টিং                  ১৪৩*               অস্ট্রেলিয়া                    দক্ষিণ আফ্রিকা                        ২০০৬

গ্রায়েম স্মিথ                  ১৩১                 দক্ষিণ আফ্রিকা                        ইংল্যান্ড                        ২০১২

হাশিম আমলা              ১৩৪                 দক্ষিণ আফ্রিকা                        শ্রীলঙ্কা                     ২০১৭

জো রুট                        ১২৮*               ইংল্যান্ড                              ভারত                           ২০২১

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর