সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মুলতানের পর চট্টগ্রাম ট্র্যাজেডি

ক্রীড়া প্রতিবেদক

২০০০ সালে টেস্ট মর্যাদা লাভের পর বাংলাদেশ প্রথম জয়ের মুখ দেখে ২০০৫ সালে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে হাবিবুল বাশারের নেতৃত্বে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। অথচ ২০০৩ সালেই টেস্টে টাইগাররা মুলতানে প্রথম জয়ের উৎসব করতে পারত। তাও আবার টেস্টের পরাশক্তি দল পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ যখন ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে তখনই তীরে এসে তরী ডুবে যায়। ২৬২ রানের টার্গেটে ২০৫ রানে পাকিস্তানের যখন অষ্টম উইকেটের পতন ঘটে তখন ব্যাটিংয়ে ইনজামাম-উল-হক ছাড়া কোনো নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন না। তবুও নবম উইকেটে সাব্বিরকে সঙ্গী করে ইনজামাম ৫২ রান যোগ করেন। সাব্বির আউট হলেও গুলকে নিয়ে নিশ্চিত হারা ম্যাচ জিতে যায় পাকিস্তান। ২৩৩ বলে ১৩৮ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক ইনজামাম।

দেড় যুগ পর মুলতানের মতোই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তীরে এসে তরী ডোবাল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ। চতুর্থ দিনে ৫৯ রানে ৩ উইকেট পড়ে গেলে শেষ দিনে বাংলাদেশের জয় সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। হাতে ৭ উইকেট থাকলেও ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ২৮৫। অনেকের ধারণা ছিল- ম্যাচ বড়জোর লাঞ্চ পর্যন্ত যেতে পারে। অথচ অসম্ভবকে সম্ভব করে ৩ উইকেটে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। মুলতানের পর চট্টগ্রামে হারের বেদনাও ভোলার নয়।

সর্বশেষ খবর