মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভারতের ম্যাচ বাঁচানোর লড়াই

ক্রীড়া ডেস্ক

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের সামনে কঠিন একটা দিন অপেক্ষা করছে। চার ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের শেষ দিনে জিততে হলে ৩৮১ রান করতে হবে বিরাট কোহলিদের। হাতে আছে ৯টি উইকেট। বিপরীতে ৯টা উইকেট শিকার করতে পারলেই জয়ে সিরিজ শুরু করবে ইংল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে ৫৭৮ রান করেছিল ইংলিশরা। জবাবে ভারত করেছিল ৩৩৭ রান। প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নেমে যায় ইংলিশরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে অলআউট হলেও ভারতের সামনে ৪২০ রানের এক অসম্ভব টার্গেট ছুঁড়ে দেয় ইংল্যান্ড। গতকাল শেষ বিকালে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ৩৯ রান করে ভারত। উইকেটে আছেন শুবমন গিল (১৫*) ও চেতেশ্বর পুজারা (১২*)। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রিশাব পান্তদের মতো ব্যাটসম্যান এখনো বাকি। ইংল্যান্ডের জন্য এ উইকেটগুলো শিকার করা সহজ হবে না। আর ভারতের পক্ষেও একদিনে ৩৮১ রান করা সহজ হবে না। চেন্নাই টেস্ট ড্রতেই শেষ হতে পারে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর