শিরোনাম
শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ৩৫০

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ৩৫০

ছবি : রোহেত রাজীব

চট্টগ্রাম টেস্টের চার দিন ব্যাকফুটে ছিল ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম দিন কাইলি মেয়ার্স ও এনক্রুমা বোনার দুর্দান্ত জুটি গড়ে দলকে অবিশ্বাস্য জয় উপহার দেন। দুজনেরই অভিষেক টেস্ট ছিল চট্টগ্রামে। মেয়ার্স ডাবল সেঞ্চুরি করেন রেকর্ড গড়া এক জয় উপহার দেন ওয়েস্ট ইন্ডিজকে। তার সঙ্গী ছিলেন বোনার। অভিষেক টেস্টেও প্রথম ইনিংসে ১৭ রান করে বড় কিছুর ইঙ্গিত রাখতে পারেননি। কিন্তু এশিয়ায় সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জিততে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন বোনার। খেলেন ৮৬ রানের হিমালয়সম দৃঢ়তার এক ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন মেয়ার্স। কিন্তু বোনারের ইনিংসটি লম্বা রেসের ঘোড়ার এক ইঙ্গিত দেয়। অভিষেক টেস্টের ধারাবাহিকতা রেখে গতকাল মিরপুর টেস্টের প্রথম দিন দারুণ ব্যাটিং করে অপরাজিত রয়েছেন ৭৪ রানে। গতকাল প্রথম দিন শেষে স্পষ্ট করেই জানিয়েছেন, স্কোর বোর্ডে ৩৫০ রান যোগ করতে চান বোনার, ‘স্কোর বোর্ডে ৩৫০ রান যোগ করাই আমাদের টার্গেট।’

চট্টগ্রামের উইকেট ছিল পুরোপুরি স্পিননির্ভর। কিন্তু মিরপুরের উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পাবেন বলেই বিশ্বাস বোনারের, ‘মিরপুর ও চট্টগ্রামের উইকেট দেখতে একই রকম। প্রথমদিন ব্যাটিংয়ের ও আমার মনে হয়েছে, এখানে বাউন্স বেশি। ব্যাটসম্যানরা ব্যাটিং করতে সুবিধা পাবে।’ চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করেছেন। গতকালও দুর্দান্ত ব্যাটিং করেছেন। প্রত্যয়ী ব্যাটিং করতে বাড়তি কোনো চাপ বোধ করেননি ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা বোনার, ‘ব্যাটিংয়ের সময় নিজের ওপর বাড়তি কোনো চাপ বোধ করিনি। সব সময়ই চেয়েছি স্বাভাবিক ব্যাটিং করতে। সেটাই করেছি।’ গতকালের ইনিংসটি খেলতে বল খরচ করেছেন ১৭৩টি। তাতে বাউন্ডারি ছিল ৬টি। তিন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম ইসলামকে খুব দারুণ ব্যাটিং করেছেন। স্বাগতিক স্পিনারদের বিপক্ষে সাবলীল ব্যাটিংয়ের ব্যাখ্যায় বলেন, ‘স্পিনারদের বিপক্ষে কোনো পরিকল্পনা করে ব্যাটিং করিনি। চেষ্টা করেছি বল দেখে খেলতে।’  

সর্বশেষ খবর