শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা-শেখ জামাল মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা-শেখ জামাল মুখোমুখি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চলতি মৌসুমে এখনো কোনো ম্যাচে পয়েন্ট হারায়নি বসুন্ধরা কিংস। ৭ ম্যাচ খেলে ৭টাতেই জয় পেয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। ২১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে দলটা। অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও কোনো ম্যাচে পরাজিত হয়নি। ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচে জয় পেয়েছে তারা। এক ম্যাচে ড্র করেছে। বসুন্ধরা কিংস ও শেখ জামাল ছাড়া লিগে এখনো অপরাজিত আছে কেবল আবাহনী লিমিটেড। তবে শীর্ষ দুটি স্থান দখলে রেখেছে বসুন্ধরা কিংস ও শেখ জামাল (১৬ পয়েন্ট)। আজ লিগের শীর্ষে থাকা দুই দলের লড়াই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

বসুন্ধরা কিংস দুর্দান্ত খেলছে লিগে। ৭ ম্যাচে ১৬ গোল করার বিপরীতে মাত্র দুটি গোল হজম করেছে তারা। আক্রমণভাগের ধার দেখানোর পাশাপাশি নিজেদের রক্ষণভাগের শক্তিমত্তাও বেশ ভালোভাবে দেখিয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমন্ডি ক্লাব আক্রমণভাগে দুর্দান্ত খেলছে। চলমান লিগে মাত্র ৬ ম্যাচ খেলেই তারা ১৯টি গোল (সর্বোচ্চ) করেছে। তবে নিজেদের গোলবার অক্ষত রাখতে পারছে না তারা। ডিফেন্স লাইনে অনেক ফাঁকফোঁকর প্রায়ই চোখে পড়ে। ৮টা গোল হজম করেছে তারা ৬ ম্যাচে। বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবারের লিগে শিরোপার প্রধান দুই দাবিদার। আজকের লড়াই তাই খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য। অবশ্য শেখ জামালের জন্য লড়াইটা বেশ কঠিন হয়ে যাবে। গত ম্যাচে দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার সলোমন কিং লাল কার্ড দেখেছেন।

এদিকে গতকাল লিগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ। শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উত্তর বারিধারার পক্ষে গোলটি করেন সুমন রেজা। মুক্তিযোদ্ধার পক্ষে গোলটি করেন ইয়োসুকে কাতো।

 উত্তর বারিধারা ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে এবং মুক্তিযোদ্ধা সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ১১ নম্বরে অবস্থান করছে।

সর্বশেষ খবর