রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কিংসের ‘স্টপেজ’ শেখ জামাল

শেখ জামাল ০- ০ বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

কিংসের ‘স্টপেজ’ শেখ জামাল

বসুন্ধরা কিংস দুর্দান্ত দাপটে খেলছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবও ছুটছিল দুর্দান্ত গতিতে। তবে আগের ম্যাচে আবাহনী লিমিটেড থামিয়ে দেয় শফিকুল ইসলাম মানিকের দলকে। গতকাল শেখ জামাল থামাল বসুন্ধরা কিংসকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল শূন্য ড্রতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দুই দল। টানা সাত ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল লিগের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস।

প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দলের লড়াই। বেশ উত্তেজনাপূর্ণ ম্যাচ হওয়ার আশায় ছিলেন দর্শকরা। তবে দুটো দলই ছিল বেশ সতর্ক। অন্তত পরাজয়ের ধাক্কাটা এড়াতে চাইছিল দুটি দলই। আক্রমণে গেলেও তাই নিজেদের ডিফেন্সটা সব সময়ই মজবুত রেখেছে শেখ জামাল ও বসুন্ধরা কিংস। ফলাফল, গোল শূন্য ড্র। অবশ্য বেশ কয়েকটা গোলের সুযোগ পেয়েছিল দল দুটি। ম্যাচের ১২তম মিনিটে বসুন্ধরা কিংসের রবসন ডি বক্সের বাইরে থেকে জোরাল শট নিয়েছিলেন। শেখ জামালের গোলরক্ষক জিয়া কর্নারের বিনিময়ে গোল বাঁচান। ১৪তম মিনিটে জটলার মধ্যে গোলের সুযোগ পেয়েছিলেন কিংসের সুফিল। তার শটটা ফিরিয়ে দেন শেখ জামালের ডিফেন্ডার রেজাউল করিম। প্রথমার্ধে এরপরও বসুন্ধরা কিংস প্রতিপক্ষের ডি বক্সে বেশ কয়েকবার আক্রমণে যায়। গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেননি রাউল-রবসনরা। শেখ জামাল প্রধমার্ধে বসুন্ধরা কিংসের গোলমুখে আক্রমণ করলেও গোল করার মতো কোনো শট নিতে পারেনি। দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণ-প্রতি আক্রমণ করে। তবে গোলের দেখা পায়নি কেউই। ম্যাচের ৮৮তম মিনিটে মধ্যমাঠ থেকে বল বাড়িয়ে দেন শেখ জামালের জাহিদ। ওমর জোবে বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন। তবে তার আগেই ফাউলের বাঁশি বাজান রেফারি জালাল। ম্যাচ শেষে শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক রেফারির সমালোচনা করেন।

এ ড্রতেও বসুন্ধরা কিংস শীর্ষেই থাকল (৮ ম্যাচে ২২ পয়েন্ট)। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল শেখ জামাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর