রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অলিম্পিক কমিটি প্রধানের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক

টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি হঠাৎ পদত্যাগ করেছেন। চলতি মাসের শুরুতে অলিম্পিক কমিটির এক সভায় তিনি বলেছিলেন, নারীরা বেশি কথা বলে এবং বৈঠকে নারী পরিচালক থাকলে কাজের চেয়ে ফালতু আলাপটাই বেশি হয়। মোরির এমন মন্তব্য ঝড় বয়ে যায়। অনেকে তার পদত্যাগও দাবি করেন। শেষ পর্যন্ত তিনি দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে গেলেন।

 করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া দুনিয়া সেরা এ গেমস শুরুর মাত্র পাঁচ মাস আগে পদত্যাগ করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী। মোরি অবশ্য এর আগে তার বক্তব্যের জন্য ক্ষমাও চান। মোরির জায়গায় কে দায়িত্ব নেবেন তা পরিস্কার নয়। এনিয়ে গেমসে বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ তার পথ ধরে অন্যরাও অলিম্পিক কমিটি থেকে পদত্যাগ করতে পারেন।

সর্বশেষ খবর