সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘হার সবসময়ই হতাশার’

ক্রীড়া প্রতিবেদক

‘হার সবসময়ই হতাশার’

চট্টগ্রামে মুমিনুলরা টেস্ট হেরেছিলেন শেষ দিনে। মিরপুরে এবার হারলেন একদিন আগে। হেরেছেন ১৭ রানে। অথচ জয়ের টার্গেট ছিল মাত্র ২৩১ রান। পরিচিত উইকেটে সেই রানটিই করতে পারেনি। আসলে মুমিনুলদের জয়ের বন্দরে পা রাখতে দেননি ক্যারিবীয় তিন স্পিনার রাহকিম কর্নওয়াল, ক্রেইগ ব্রেথওয়েইট ও জোমেল ওয়ারিক্যান। তিন স্পিনারের ঘূর্ণির মায়ায় বিভ্রান্ত টাইগাররা অলআউট হয়ে যায় ২১৩ রানে। কাছে এসে হেরে যাওয়ায় হতাশা ঝরে পড়েছে টাইগার অধিনায়ক মুমিনুলের কণ্ঠে, ‘আপনি যখন হারবেন, তখন সেটা অবশ্যই হতাশার।’

ক্যারিবীয়দের ৪০৯ রানের জবাবে স্বাগতিকরা গুটিয়ে গিয়েছিল ২৯৬ রানে। যদিও ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম (৫৪), লিটন দাস (৭১) ও মেহেদী হাসান মিরাজ (৫৭)। ১১৩ রানে পিছিয়ে ফিল্ডিংয়ে নেমে দুরন্ত বোলিংয়ে মুমিনুলরা ১১৭ রানে বেঁধে ফেলেন ক্যারিবীয়রা। ২৩১ রান টার্গেট টপকাতে পারলেই জিতে যেত টাইগাররা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় টাইগাররা জয় পায়নি। তারপরও মুমিনুল প্রশংসা করেছেন ব্যাটসম্যানদের, ‘হারলেও ম্যাচ থেকে বেশকিছু ইতিবাচক ফল পেয়েছি। মিরাজ দারুণ ব্যাটিং করেছেন। তামিম, মুশফিক হাফসেঞ্চুরি করেছেন। দুই ওপেনার তামিম ও  সৌম্য যখন ব্যাট করছিলেন, তখন মনে হচ্ছিল আমরা জিতে যাব। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলে সেটা আর হয়নি। অবশ্য চেষ্টা করেছিল।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর