শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

হাইভোল্টেজ দুই ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

হাইভোল্টেজ দুই ম্যাচ

পেশাদার ফুটবল লিগের দশম রাউন্ড মাঠে গড়াচ্ছে আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই দুটি হাইভোল্টেজ ম্যাচ। বিকাল সাড়ে ৩টায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস লড়বে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। অন্যদিকে সন্ধ্যায় শেখ রাসেল লড়বে আবাহনীর সঙ্গে। চার দলের কাছে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম লেগে শীর্ষে থাকতে কিংসের জয়টা খুবই জরুরি। পরবর্তী দুই ম্যাচ তাদের খেলতে হবে শেখ রাসেল ও ঢাকা আবাহনীর বিপক্ষে। তিন ম্যাচে দুটিতে জিতলেই প্রথম লেগে শীর্ষে থেকে দ্বিতীয় লেগ শুরু করতে পারবে। তবে কিংসের কোচ অস্কার ব্রজেন তিনটিতেই জয় চান। তার কথা, ‘আমাদের সামর্থ্য আছে। ছেলেরাও ছন্দের মধ্যে আছে। সুতরাং বাকি তিন ম্যাচে লক্ষ্য একটাই- জয়।’ অন্যদিকে ফেডারেশন কাপের রানার্স-আপ সাইফ আট ম্যাচে ১১ পয়েন্ট হারানোয় শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে বলা যায়।

ঢাকা আবাহনী ৬ ও শেখ রাসেল ৮ পয়েন্ট নষ্ট করেছে। শিরোপায় টিকে থাকতে দুই দলেরই জয় চাই। আবাহনী চাচ্ছে কিংসের বিপক্ষে লড়াইয়ের আগে আজ জিততে। তাতে তারা ভালোভাবেই লড়াইয়ে টিকে থাকবে। শেখ রাসেলের জয়টি আরও গুরুত্বপূর্ণ। না জিতলে তাদের লড়াইয়ে টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর