শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কলকাতার সৌভাগ্য, কম টাকায় সাকিবকে পেয়েছে!

ক্রীড়া প্রতিবেদক

কলকাতার সৌভাগ্য, কম টাকায় সাকিবকে পেয়েছে!

আইপিএলের নিলাম যেন বড় ধাঁধাঁ! যেখানে ক্রিস মরিসের মতো ‘অচল’ ক্রিকেটার রেকর্ড (১৬ কোটি ২৫ লাখ রুপি) দামে বিক্রি হন, মঈন আলীর মতো ক্রিকেটারও ৭ কোটি টাকা পান সেখানে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার পান ৩ কোটি ২০ লাখ টাকা।

নিষেধাজ্ঞার কারণে এক বছর বসে থাকলেও ২০১৯ সালের বিশ্বকাপে তুখোড় পারফরম্যান্সের পর আইপিএলে ‘হট-কেক’ হওয়ার কথা সাকিব আল হাসানের- এমনটা মনে করেছিলেন অনেকেই। কিন্তু সেই সাকিবকে কলকাতা যেন সহজেই পেয়ে গেল।

কেকেআরে এক সময়ের তারকা রক্ষ্মীরতন শুক্লা। সাকিবের সঙ্গে নাইট রাইডার্সে খেলেছেন অনেক দিন। তার দাবি, আইপিএলের এই মিনি নিলামে সবচেয়ে ভাগ্যবান দল হচ্ছে নাইটরা। তারা তুলনামূলক কম দামেই সাকিবকে পেয়েছে।

ভারতের সাবেকদেরও অনেকেই সাকিবের এত কম দাম দেখে বিস্মিত হয়েছেন।

তবে কলকাতায় ফিরতে পেরে দারুণ খুশি সাকিব আল হাসান। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ‘এ বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারব এ জন্য খুব রোমাঞ্চিত। তেমনই ফল বয়ে আনার চেষ্টা করব যেভাবে ২০১২ ও ২০১৪ সালে আমরা করেছি। দুটি চ্যাম্পিয়নশিপ আমরা একসঙ্গে জিতেছি। কলকাতার হয়ে খেলার জন্য মুখিয়ে আছি।’

সর্বশেষ খবর