শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
এক নজরে

সালাউদ্দিনের চিঠি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ হচ্ছে কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। মাঠটি হোম ভেন্যু বসুন্ধরা কিংস ও মোহামেডানের। প্রতিটি ম্যাচেই উপচে পড়ছে দর্শক। দর্শকের উপস্থিতি দেখে নড়েচড়ে বসেছে বাফুফে। মাঠটিতে ফ্লাড লাইট বসাতে অনুরোধ জানিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন চিঠি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে।

চিঠিতে বাফুফে সভাপতি লিখেছেন, ‘কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সাম্প্রতিক সময়ে আয়োজিত ফুটবল ম্যাচগুলোতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হচ্ছে। দর্শকপ্রিয়তার কথা চিন্তা করে আমাদের মনে হচ্ছে, ওই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব। যার জন্য ১ হাজার ৬০০ লাক্স ক্ষমতাসম্পন্ন আন্তর্জাতিকমানের ফ্লাডলাইট দ্রুত স্থাপন করা অপরিহার্য।’ ভেন্যুর অভিষেক হয়েছে গত মৌসুমে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর