রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চ্যাম্পিয়ন ওসাকা

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন ওসাকা

কয়েক মাস আগে ইউএস ওপেনে যখন সেমিতে খেলছিলাম তখনই সবাইকে বলছিলাম, তুমি বেশ সমস্যায় ফেলবে। আমি ঠিকই বলেছিলাম। -নাওমি ওসাকা

যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে চতুর্থ গ্র্যান্ডস্লাম জিতলেন জাপানের নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালে প্রথম সেট ৬-৪ এবং দ্বিতীয় ৬-৩-এ জিতেছেন। মাত্র ৭৭ মিনিটেই খেলা শেষ। ওসাকা তার ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ডস্লাম জিতেন ২০১৮ সালে ইউএস ওপেনে। পরের বছর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা লাভ করেন। ২০২০ সালে আবারও ইউএস ওপেনে বাজিমাত করে দেন। গতকাল আবারও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা পুনরুদ্ধার করলেন।

মনিকা সেলেস এবং রজার ফেদেরারের পর প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে চার ফাইনালে উঠেই চারটি গ্র্যান্ডস্লাম জিতলেন।

হারলেও রানারআপ জেনিফার ব্র্যাডির প্রশংসা করেছেন নাওমি। জাপানের এই তারকা পুরস্কার বিতরণী মঞ্চে ব্র্যাডিকে বলেন, ‘কয়েক মাস আগে ইউএস ওপেনে যখন সেমিতেই খেলছিলাম তখনই সবাইকে বলছিলাম, তুমি বেশ সমস্যায় ফেলবে। আমি ঠিকই বলেছিলাম। তুমি অসাধারণ খেলেছ। শেষ কয়েক মাসে তোমার উন্নতি দেখে আরও অবাক হয়েছি।’

গত বছর ইউএস ওপেন জয়ের পর ফ্রেঞ্চ ওপেনে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ২৩ বছর বয়সী এই তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করেই শিরোপা জিতলেন।

ওসাকার বিরুদ্ধে ফাইনালে জিততে না পারলেও ডব্লুটিএ র‌্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে উঠে এসেছেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর