সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

২১ বছর পর শত্রুর মাঠে জয়

ক্রীড়া ডেস্ক

২১ বছর পর শত্রুর মাঠে জয়

করোনাভাইরাসের পর ছন্দ হারিয়েছে লিভারপুল। অথচ গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স ছিল অ্যানফিল্ডের ক্লাবটির। ২৮ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল জার্গেন ক্লপের লিভারপুল। করোনাভাইরাসের পর নতুন বছরে নতুন উদ্যোমে শুরু করেছিল অল রেডসরা। কিন্তু লিগ যত শেষের দিকে গড়াচ্ছে, ছন্দ হারিয়ে শিরোপা রেস থেকে ছিটকে পড়ছে দলটি। চলতি প্রিমিয়ার লিগে সপ্তমবারের মতো হারের তেতো স্বাদ নিয়েছে ক্লপ বাহিনী। এভারটনের কাছে ঘরের মাঠে দীর্ঘ ২১ বছর পর হেরে এখন পয়েন্ট টেবিলের ছয়ে লিভারপুল। ১৯৯৯ সালে অ্যানফিল্ডে এভারটনের কাছে হেরেছিল ১-০ গোলে। পরশু রাতে হেরেছে ২-০ গোলে। চলতি লিগে এ নিয়ে ঘরের মাঠে টানা চতুর্থ ম্যাচ হারল ক্লপের শিষ্যরা। এই হারে লিভারপুলের পয়েন্ট ২৫ ম্যাচে ৪০। দীর্ঘ ২১ বছর পর প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত জয়ের পর পয়েন্ট টেবিলে ৪০ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে এভারটন। এভারটনকে অবিশ্বাস্য জয় উপহার দেওয়ার নায়ক রিশার্লিশন ও গিলফি সিগুর্দসন। অবশ্য ম্যাচ একটি কম খেলেছে। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সবার উপরে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। ৪৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই ও তিনে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিস্টার সিটি। সাউদ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়ে ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট চারে চেলসি।

৫ মার্চ লিভারপুলের প্রতিপক্ষ চেলসি এবং ১ মার্চ প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড।

১৯২৩ সালের পর ঘরের মাঠে এই প্রথম টানা চার ম্যাচ হেরেছে লিভারপুল। পরশু রাতে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে নগর প্রতিপক্ষ এভারটন। ২০১০ সালের পর এই প্রথম লিভারপুলের বিপক্ষে প্রথমে গোল করে দলটি। জেমস রদ্রিগেজের বাড়ানো বল ধরে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিশন ডি বক্সের ডান প্রান্ত থেকে ডান পায়ের মাটি কামড়ানো শটে স্বদেশি গোলরক্ষক অ্যালিসনকে পরাস্থ করেন (১-০)। ২০ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ হয়েছিল স্বাগতিকদের। কিন্তু জর্ডান হেন্ডারসনের বল ঝাঁপিয়ে রক্ষা করেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে বলের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের ম্যাচে ফিরতে আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল। কিন্তু ৮৩ মিনিটে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দেন বদলি নামা সিগুর্দসন। স্পট কিকে দলের জয় নিশ্চিত করেন সিগুর্দসন (২-০)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর