সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
অনলাইন বেটিং

এএফসির সন্দেহে ৫ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

এএফসির সন্দেহে ৫ ম্যাচ

বাংলাদেশের ফুটবলে পাতানো ম্যাচ নিয়ে অভিযোগ বিস্তর। সোনালি সময়তো বটেই, এখনো পাতানো ম্যাচের অভিযোগ রয়েছে লিগের ম্যাচগুলোতে। ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচ মারাত্মক একটি ক্যানসার। এখন সেখানে নতুন সংযোজন অনলাইন বেটিং। অনলাইন বেটিংয়ের থাবা পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি) অভিযোগ করেছে, প্রিমিয়ার লিগের ৫টি ম্যাচে অনলাইন বেটিং হয়েছে। এএফসির সন্দেহের তালিকায় দুই ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন। অভিযোগ আরামবাগের তিনটি ও ব্রাদার্সের দুটি ম্যাচে অনলাইন বেটিং হয়েছে। এএফসির অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে বাফুফে। ইতিমধ্যেই ক্লাব দুটিকে চিঠি দিয়ে ব্যাখা চেয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এ প্রসঙ্গে বলেন, ‘প্রিমিয়ার লিগের দুটি ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নের কাছে পাতানো ম্যাচ, স্পট ফিক্সিং সংক্রান্ত বিষয়ে আমরা কিছু ব্যাখ্যা চেয়েছি। তাদের সঙ্গে আমরা এগুলো নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছি। দল দুটির বিপক্ষে সুনির্দিষ্ট অভিযোগ থাকায়, আমরা তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি। কিছু উত্তর পেয়েছি। অবশ্য সুনির্দিষ্ট কিছু বিষয়ে তাদের কাছে আরও ব্যাখ্যা চেয়েছি।’ ক্লাব দুটিও উত্তর দিয়েছে বলে জানা গেছে। তবে উত্তর চেয়ে গতকাল আবারও দুটি ক্লাবকে নতুন করে চিঠি দিয়েছে বাফুফে। পাতানো ম্যাচে সাধারণত আগেই নির্ধারিত হয় ম্যাচের ফল। কিন্তু অনলাইন বেটিংয়ে শুধু ম্যাচের ফল নিয়েই বাজি ধরা হয় না।

ম্যাচে কয়টি গোল হবে, কয়টি লাল কার্ড, কয়টি হলুদ কার্ড, পেনাল্টি-ইত্যাদি প্রতিটি মুহূর্তেই বাজি ধরা হয়। ম্যাচ ৫টিতে এমন ধারার বাজির সন্দেহ এএফসির। বাংলাদেশে এর আগে কখনোই এমন অভিযোগ শোনা যায়নি। অবশ্য অনলাইন বেটিংয়ের অভিযোগের আগে ক্যাসিনো কান্ডের সঙ্গে জড়িয়ে থাকার প্রমাণ রয়েছে বেশ কয়েকটি ক্লাবের। এতে করে ক্রীড়াঙ্গনে বেশ বড় ধরনের ধাক্কা লাগে।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর