মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

গোলাপি বলে প্রস্তুত মোতেরা

ক্রীড়া ডেস্ক

গোলাপি বলে প্রস্তুত মোতেরা

ঘরের মাটিতে দ্বিতীয়বারের মতো গোলাপি বলে টেস্ট খেলবে ভারত। ২০১৯ সালের নভেম্বরে কলকাতায় প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলে জিতেছিল আড়াইদিনে। আগামীকাল  আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট খেলবে ভারত। জো রুটের ইংল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম গোলাপি বলে টেস্ট খেলবেন বিরাট কোহলিরা। সর্বশেষ ভারত গোলাপি বলে টেস্ট খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। হেরেছিল ওই টেস্টে। চার টেস্ট সিরিজের প্রথম দুটিতে দুই দলের হার-জিত সমান সমান। প্রথমটি ইংল্যান্ড জিতলেও পরেরটি জিতে সিরিজে সমতা আনে ভারত।

তৃতীয় টেস্ট খেলবে দুই দল বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে। এই টেস্টে ভারত জয় পেলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে এগিয়ে যাবে অনেকটা। শেষ টেস্টে ড্র করলেই ফাইনাল খেলবেন কোহলিরা। 

সর্দার প্যাটেল স্টেডিয়ামের পুরনো নাম মোতেরা। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এটা। বছর আগে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ১ লাখ ১০ হাজার। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামেই টেস্ট খেলা হবে। এই ম্যাচে ইংল্যান্ড পূর্ণ শক্তি নিয়ে নামবে। দ্বিতীয় টেস্টে বিশ্রামে থাকা সুইং বোলার জেমস অ্যান্ডারসন ফিরছেন টেস্টে। এজন্য ভারত সমস্যায় পড়তেই পারে। চেন্নাইয়ে প্রথম টেস্টে অধিনায়ক রুটের ডাবল সেঞ্চুরিতে ২২৭ রানে জিতেছিল ইংল্যান্ড। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে প্রতিশোধ নিয়ে ভারত জয় পায় ৩১৭ রানে।  

সর্বশেষ খবর