বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিদ্দিকুরের মুখে হাসি

ক্রীড়া প্রতিবেদক

সিদ্দিকুরের মুখে হাসি

দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর টুর্নামেন্ট খেলতে মাঠে নেমেছেন বাংলাদেশের গলফাররা। আর্মি গলফ ক্লাবে শুরু হয়েছে প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্ট। তিন রাউন্ডের এই টুর্নামেন্টে দ্বিতীয় দিন শেষে লিডারবোর্ডে সবার ওপরে রয়েছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। দুই রাউন্ড মিলে তিনি ২ আন্ডার পার খেলেছেন। দীর্ঘদিন পর কোর্সে ফিরতে পেরেই ভীষণ খুশি দুবারের এশিয়ান ট্যুর জয়ী এই তারকা। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। যদিও অনেক দিন পর খেলছি সে কারণে কিছুটা টায়ার্ড লাগছে। কারণ হঠাৎ করে ৭ কিলোমিটার হাঁটা বেশ কঠিন। তবে অবশেষে খেলতে যে পারছি এর চেয়ে ভালো লাগার আর কিছু নেই।’

সিদ্দিকুর বলেন, ‘সবার সঙ্গে অনেক দিন পর দেখা হচ্ছে, এটা অনেক আনন্দের বিষয়। যাদের কারণে এমন টুর্নামেন্ট হচ্ছে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’ টুর্নামেন্টে রেফারি হিসেবে থাকা মেজর (অব.) মাহমুদুর রহমান চৌধুরী বলেন, ‘এটা খুবই স্বস্তির খবর। পৃষ্ঠপোষক কোম্পানিদের ধন্যবাদ এমন অবস্থার মধ্যেও তারা এগিয়ে এসেছেন।’

করোনা মহামারীর পর অন্য খেলা মাঠে গড়ালেও সতর্কতার কারণে বাংলাদেশ প্রফেশনাল গলফার’স অ্যাসোসিয়েশন (বিপিজিএ) কিছুটা সময় নিয়েছেন। অবশেষে তাদের উদ্যোগে গলফ টুর্নামেন্ট চালু হওয়ায় স্থানীয় গলফাররা ভীষণ খুশি।

দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তারকা গলফার জামাল হোসেন মোল্লা, মোহাম্মদ রাসেল ও আকবর হোসেন। টুর্নামেন্টে অংশ নেওয়া ৮২জন গলফারের মধ্যে ‘কাট’ পেয়েছেন ৪৬জন। আজ টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর